 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক : লুকিয়ে লুকিয়ে প্রেম-পর্ব চালাচ্ছেন সোনম কাপুর। তাও আবার এক-দুই দিন নয়! টানা দু’বছর ধরে সম্পর্কে রয়েছেন অনিল কন্যা! তবে কাউকে বুঝতে দেননি তিনি। কিন্ত আর কতদিন এভাবে লুকিয়ে থাকা যায়, অবশেষে খবরটা জানাজানি হয়েই গেল!
বিষয়টি নিয়ে গুঞ্জন এখন তুঙ্গে। এক ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সোনম। পাত্রের নাম আনন্দ অহুজা। তিনি দিল্লির ছেলে। পেশায় ফ্যাশন গারমেন্টসের আমদানি-রপ্তানিকারক। নিজের নামে একটা ফ্যাশন লেবেলও রয়েছে আনন্দের। আমেরিকাতেই পড়াশুনো করেছেন আনন্দ।
বলিউডে ফ্যাশন গুরু বলে পরিচিত সোনম কাপুর। শোনা যায়, কোন এক ফ্যাশন ইভেন্ট থেকেই আলাপ হয় এই দু’জনের। তারপর বন্ধুত্ব ও প্রেম। সম্প্রতি দিল্লি এয়ারপোর্টে সোনমের সঙ্গে দেখা গিয়েছে আনন্দকে। আর তারপর থেকেই বলিউড পাড়ায় শুরু হয়েছে সমালোচনা।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই