মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ১০:২৮:০৪

আয়ের দিক থেকে বলিউড নায়ক-নায়িকাদেরও পিছনে ফেলে দিয়েছেন কপিল শর্মা

আয়ের দিক থেকে বলিউড নায়ক-নায়িকাদেরও পিছনে ফেলে দিয়েছেন কপিল শর্মা

বিনোদন ডেস্ক : হাসলে নাকি আয়ু বাড়ে‚ আর হাসালে কী বাড়ে বলুন তো? টাকার অংক| মানে পকেট ফুলে ওঠে টাকা দিয়ে! কমেডিয়ান কপিল শর্মার রোজগারের বহর শুনলে সে বিশ্বাস হতে বাধ্য| এই কমেডিয়ানের দৈনিক আয় নাকি ৬০-৮০ লাখ রুপি| মানে মাসে প্রায় ৩.৬ কোটি থেকে ৬.৪ কোটি রুপি আয় করেন কপিল| প্রকাশিত খবর অনুযায়ী ‘কমেডি নাইটস উইথ কপিল‘-এর প্রত্যেক এপিসোডের জন্য ৪০ লাখ টাকা পেতেন কপিল| আর সেই সূত্রেই ২০১৪-১৫ থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে কপিলের আয়ের পরিমাণ|

এছাড়াও আজকাল নাকি একা কোন শো হোস্ট করার জন্য ৭৫ লাখ টাকা দাবি করছেন কপিল শর্মা| শুধু টেলিভিশনে নিজের শো ছাড়াও দেশে-বিদেশে বিভিন্ন শো করে বেড়ান কপিল ও তার সঙ্গীরা| আর তার পারিশ্রমিক নাকি প্রায় এক কোটি টাকা|

এখানেই শেষ নয়‚ বেশ কয়েকটি দেশি-বিদেশি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কপিল এখন পরিচিত মুখ| OLX, Policybazar, Micromax-এর মতো ব্র্যান্ড এখন কপিলের ঝুলিতে| ২০১৪ সালে Honda Mobilio-এর অ্যাড শ্যুট করার জন্য কপিল পেয়েছিলেন সাড়ে চার কোটি টাকা| এ বছরের জুন মাসে হিউ জ্যাকমানের মতো তারকাকে সরিয়ে Micromax-এর মূল মুখ হয়ে উঠেছেন তিনি|

এবার এর পাশাপাশি দেখে নেয়া যাক বেশ কিছু বলিউডি নায়ক-নায়িকাদের আয়ের পরিমাণ| ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে একদিনের শ্যুটের জন্য আলিয়া ভাট পেয়ে থাকেন ৭৫ লাখ থেকে এক কোটি‚ রণবীর সিং পান এক থেকে দেড় কোটি রুপি| শ্রদ্ধা কাপুর‚ আলিয়া ভাট বা পরিনীতি চোপড়ারা এক একটি ছবি থেকে পান তিন থেকে সাড়ে তিন কোটি| আর মোটামুটি বছরে একটি ছবি ধরলে ফিল্ম থেকে তাদের গোটা বছরের আয় এটাই| সেখানে আদিত্য রায় কাপুর‚ টাইগার শ্রফরা ছবি প্রতি সবচেয়ে বেশি ছ‘কোটি টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন| আগেই বলেছি‚ কপিল শর্মার এক মাসের আয় এর থেকেও অনেক বেশি| তাহলে বুঝুন হাসির কি দাম!
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে