 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক: আচ্ছা মেয়ে তো সোনম কাপুর! দু’বছর ধরে প্রেম করছেন, আর কাক-পক্ষীতেও টেরও পেল না! পাবে কি করে! পাত্রটি যে বলিউডের কেউ নন! তাই বলে এক্কেবারে ফেলনা নন। দিল্লির ব্যবসায়ী মহলে বেশ নামডাক তাঁর। নাম আনন্দ আহুজা।
সম্প্রতি অক্ষয় কুমারের ‘রুস্তম’ ছবির প্রদর্শনীতে সোনমের সঙ্গে দেখা গেছে তাঁকে। রাতভর পার্টি করেছেন। সেই ছবি সামনে আসতেই সত্যিটা বেরিয়ে পড়ে। কিন্তু সোনমের এই রাখঢাক নিয়ে অনেকেই নাক সিঁটকেছেন।
দীপিকা-রণবীর সিং, এমনকি এতবার প্রেমে ধাক্কা খাওয়ার পর সালমান খানও যদি প্রেমিকা ইউলিয়ার সঙ্গে একসঙ্গে দেখা দিতে পারেন, তাহলে সোনমের সমস্যা কোথায়? সমস্যা নাকি এক্কেবারেই নেই।
কিন্তু রণবীর কাপুর ও পরিচালক পুনীত মালহোত্রার সঙ্গে তাঁকে নিয়ে লেখালেখিতে বাবা অনিল কাপুর নাকি বেজায় চটেছিলেন। তাই গাঁটছড়া বাঁধার আগে খামোকা নজর কাড়তে নারাজ সোনম।-আজকাল
৩১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ