 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক : নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প নকল করে ভারতীয় বাংলা সিনেমা ‘ইএসপি, একটি রহস্য গল্প’ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
এ ঘটনায় চটেছেন হুমায়ূনপত্নী অভিনেত্রী মেহের আফরোজ শাওন।  সিনেমা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কপিরাইট শর্ত লঙ্ঘনের দায়ে আইনগত লড়াই করার কথা ভাবছেন তিনি।
 
এ ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, হুমায়ূন আহমেদের 'দেবী' উপন্যাসের সঙ্গে  ভারতীয় সিনেমাটির প্রতিটি ডায়লগ ও সিকোয়েন্সর মিল রয়েছে।  তার বিশ্বাস পরিচালক ইচ্ছাকৃতভাবে এটি করেছেন।
 
মামলা প্রসঙ্গে শাওন বলেন, পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী কলকাতা বইমেলায় যাচ্ছি।  এর মধ্যে এ ঘটনা এসে পড়ায় দুটো কাজ করবো।  লড়াইয়ে যখন নেমেছি শেষ দেখে ছাড়বো।
 
গত ২১ আগস্ট ভারতীয় চ্যানেল ‘জি বাংলা সিনেমায়’ ‘ইএসপি, একটি রহস্য গল্প’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়।  সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা শেখর দাস।  এরপরই এদেশের দর্শকরা ছবিটিকে ‘দেবী’ উপন্যাসের নকল বলে দাবি করেন।
 
‘দেবী’ নিয়ে কলকাতায় ছবি নির্মাণ হয়েছে প্রথমে অনেকে মুগ্ধ হলেও ছবিটি দেখা শেষ হতেই কেটে যায় সেই মুগ্ধতা।
ছবিটির ক্রেডিট লাইনে হুমায়ূন আহমেদের নাম তো নেই-ই; বরং গল্পকার হিসেবে পর্দায় নাম দেখা গেছে কলকাতার কোনো এক ‘শিবাশিস রায়’-এর! ছবিটিতে ‘দেবী’ উপন্যাসের রানু চরিত্রে পাওয়া গেছে ঋতুপর্ণা, আনিস চরিত্রে সাহেব চ্যাটার্জি, নীলু চরিত্রে রাইমা সেনকে।
মিসির আলি চরিত্রটি দেখানো হয়েছে প্রফেসর হিসেবে। এ নিয়ে ফেসবুক দুনিয়ায় চলছে প্রতিবাদের ঝড়। যদিও ছবি সংশ্লিষ্টদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হুমায়ূনপত্নী-নির্মাতা মেহের আফরোজ শাওন।  বিষয়টি তিনি শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি।  ছবিটি নেট থেকে ডাউনলোড করে পরশু রাতে দেখে অবাক বনে যান তিনি।  ছবিটি দেখার পর বিরক্তবোধ করেন তিনি।  
৩১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম