শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৩:৪৭:৩২

অবারো শুরু হচ্ছে জনপ্রিয় সেই এক্স-ফাইলস

অবারো শুরু হচ্ছে জনপ্রিয় সেই এক্স-ফাইলস

বিনোদন ডেস্ক : জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য এক্স-ফাইলস’। সিরিজটি অন্যা দেশের মতো বাংলাদেশের মানুষের কাছেও বেশ জনপ্রিয় ছিলো। তবে এটি তের বছর আগের কথা। নতুন কথা হচ্ছে ১৩ বছর পর আবারো হতে যাচ্ছে।

জানা গেছে, ২০১৬ সালের জানুয়ারিতে সিরিজটির প্রচার শুরু হবে ফক্স চ্যানেলে। বরাবরের মত এবারও সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ডেভিড ডুকোভনি ও জিলিয়ান অ্যান্ডারসন।

‘দ্য এক্স ফাইলস’ সিরিজের যাত্রা শুরু ১৯৯৩ সালে। এরপর প্রচার হয় নয়টি মৌসুমী পর্ব। ২০০২ সালে শেষ হয় মার্কিন টেলিভিশন ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রচার হওয়া কল্পবিজ্ঞানধর্মী সিরিজটির।

প্রচারের ৯ বছরে ‘দ্য এক্স ফাইলস’ সিরিজ জয় করেছে ১৬টি এমি অ্যাওয়ার্ড ও পাঁচটি গোল্ডেন গ্লোব পুরস্কার। আর সিরিজটির জনপ্রিয়তার সুবাদে ১৯৯৮ ও ২০০৮ সালে নির্মিত হয় ‘দ্য এক্স ফাইলস’ ও ‘দ্য এক্স ফাইলস আই ওয়ান্ট টু বিলিভ’ শিরোনামের দুটি ছবি।
০২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে