বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩০:১৮

ভক্তদের মান ভাঙাতে বলিউড বাদশার বাদশাহী সুখবর

ভক্তদের মান ভাঙাতে বলিউড বাদশার বাদশাহী সুখবর

বিনোদন ডেস্ক : এবছর আর দেখা পাওয়া যাবে না বাদশার। অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত! ‘বক্স-অফিসে’ খান খান যুদ্ধ চান না শাহরুখ তাই ‘রইস’ ছবির মুক্তি পিছিয়ে, ঈদে মুক্তি পেতে চলেছে ‘সুলতান’। এতে খান বন্ধুত্ব বজিয়ে থাকলেও , বাদশা ফ্যানদের কিন্তু একটু গোসা হয়েছে। আর তা ভাঙতেই ‘রাজ’-এর নতুন ট্যুয়িস্ট। ভক্তদের মান ভাঙাতে কিং খান ট্যুইট করে জানিয়ে দিলেন, ২০১৮ সালের বড়দিনটিকে নিজের ছবি মুক্তির জন্য বুক করে ফেললেন তিনি৷ পরিচালক আনন্দ এল রাই-এর সঙ্গে।

বড়দিনের সময়ের কথা মাথায় রেখে বলিউডে অনেক বিগ-বাজেট ছবিই মুক্তি পায়। সেই লিস্টে প্রথম নাম রয়েছে আমির খানের। তবে ২০১৮ সালটা থাকছে কিং খানের বুকিং-এ। ‘তনু ওয়েডস মনু’ ছবির সৌজন্যে আনন্দ এল রাই-এর ওপর দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। সঙ্গে শাহরুখ খান থাকায় তা বেড়ে গিয়েছে কয়েকগুণ। যদিও ছবির নাম কি! কে থাকছেন বাদশার বিপরীতে এ-সম্পর্কে এখনো কোনো কিছু জানা সম্ভব হয়নি। যদিও ছবির নাম যে বেশ মিষ্টি সেটা জানিয়ে দিয়েছেন শাহরুখ।

তবে ছবিটিতে শাহরুখকে একজন বামনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, সে খবর ভক্তরা অনেক আগেই জেনে গিয়েছেন৷ এবার ছবি মুক্তির দিনক্ষণও পাকা হয়ে গেল।
০১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে