 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক: খুব ছোট বয়সেই বলিউডে নিজের কেরিয়ার শুরু করছিল এই খুদে। এখন কেমন দেখতে হয়েছে তাকে? এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁরা খুব অল্প বয়সেই চলচ্চিত্র জগতে পা রেখেছেন।
তবে এই শিশুশিল্পী যে বয়সে অভিনয় জগতে এসেছে, তখন সে কথাও বলতে পারে না। সেই অর্থে তখন তার আলাদা করে কোনও অভিনয়দক্ষতাও তৈরি হয়নি। শুধুমাত্র নিজের অনাবিল শিশুসুলভ আচরণের মাধ্যমেই একটা ছবিতে আলাদা করে নিজের জায়গা করে নিয়েছিল।
সে আর কেউ নয়। ২০০৭ সালের রোম্যান্টিক কমেডি ছবি ‘হে বেবি’-র ছোট্ট শিশুটি, নাম জুয়ান্না সাঙ্গভি। আজ সে অনেকটাই বড় হয়ে গিয়েছে। ছবিতে তার কোনও সংলাপ ছিল না, ছিল না কোনও বিশেষ অভিনয়ও। অথচ শুধুমাত্র দুষ্টু-মিষ্টি হাসি দিয়েই বড় পর্দা মাত করে দিয়েছিল।-এবেলা
২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ