বিনোদন ডেস্ক : সময়ের দুইজন গুণী সংহীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ও লাকী আখন্দর শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। তাদের এ দুঃসংবাদ সংগীতজগতে নেমে আসে শোকের ছায়া।
তবে এখন কিছুটা আশার আলো দেখছে এই দুইশিল্পীর পরিবার। স্বীকৃতি চিকিৎসা নিচ্ছেন মুম্বাইর রাহেজা হাসপাতালে। আর লাকী আখন্দ আছেন ব্যাংককের পায়াথাই হাসপাতালে।
সম্প্রতি দু’জনেরই পারিবারিক সূত্র জানিয়েছে, আগের অবস্থান থেকে দু’জনেই এখন বেশ উন্নতির দিকে যাচ্ছেন।
স্বীকৃতিকে সেপ্টেম্বরের ২২ থেকে ২৬ তারিখ পর্যন্ত দ্বিতীয় দফায় কেমোথেরাপি দেওয়া হয়েছে। তার রক্তের বেশ কিছু উপাদান কমে যাচ্ছিল। তবে গত কয়েক দিনে সেদিক থেকে উন্নতি হয়েছে তার। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন- বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে স্বীকৃতি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার বিষয়ে আমরা আশাবাদী।
এ বিষয়ে ফেসবুকে স্বীকৃতির ছোট বোন লাবনী লিখেছেন, আল্লাহর অশেষ কৃপায় আপু সব ক’টি কেমো নিতে পেরেছেন। একাধারে দ্বিতীয় দফায় কেমো চলেছে ঈদের পর দিন (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত। সবাই দোয়া করবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যেন তিনি সবার মাঝে ফিরতে পারেন।
এদিকে অনেকটা একই আশার আলো মিলেছে লাকী আখান্দ এর বর্তমান অবস্থান থেকে। তার চিকিৎসা বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন গীতিকবি আসিফ ইকবাল। তিনি বুধবার নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন বেশ কিছু আশার খবর।
তিনি জানান, লাকী ভাই ভালো আছেন। বৃহস্পতিবার তার চিকিৎসকের সঙ্গে দেখা হচ্ছে। সার্জারির জায়গাটা শুকালে এক সপ্তাহ বা দশ দিন পর শুরু হবে কেমোথেরাপি। এরমধ্যে তারা সেখানে একটা বাসা পেয়েছেন। আগামী ৪ অক্টোবর লাকী ভাই আর তার কন্যা মাম্মিন্তি ওই বাসায় উঠবেন।
আসিফ ইকবাল আরও বলেন, লাকী আখান্দ বুধবার ব্যাংকক থেকে একটা কি-বোর্ড কিনতে যাবার কথা। ওখানে বসে গান সুর করবেন। আমাকে গান পাঠাতে বলেছেন তিনি। আপনাদের সবার আন্তরিকতায় আধুনিক বাংলা গানের কিংবদন্তী লাকী ভাই এ পর্যন্ত আসতে পারলেন। কৃতজ্ঞতা আপনাদের সবার জন্যে যারা দুঃসময়ে তার পাশে ছিলেন। সবাই লাকি ভাইয়ের জন্যে দোয়া করবেন।
প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতির ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ঢাকায় বেশ কিছুদিন চিকিৎসা চলার পর গত মাসের ৭ তারিখ তাকে নেওয়া হয় ভারতের মুম্বাইয়ে।
অন্যদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লাকী আখান্দ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। ১০ সেপ্টেম্বর রাতের ফ্লাইটে তাকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য।
০২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন