 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রিয়াজের মা আরজুমান আরা বেগম আর নেই। গতকাল (শনিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে আরজুমান আরা বেগম হয়েছিল ৮২ বছর। অনেকদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তবে কয়েকদিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়ত।
গতকাল (শনিবার) তিনি মারা যান।  আজ রোববার গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল  সোমবার যশোরে পারিবারিক কবরস্থানে তার মায়ের মরদেহ দাফন করা হবে।  রিয়াজ সবার কাছে তার মায়ের বিদেহী আত্মার জন্য দোয়া চেয়েছেন।
৪ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর