সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০২:২৯:১০

এ কোন রুপে নুসরাত ও পাওলি দাম!

এ কোন রুপে নুসরাত ও পাওলি দাম!

বিনোদন ডেস্ক : শরৎকাল আসন্ন! দরজায় কড়া নাড়ছে পুজা। চলতি মাসের শেষেই এই মহালয়া। আর ষষ্ঠির মধ্য দিয়ে পুজা শুরু ৭ অক্টোবর। তাই এপার বাংলাসহ ওপার বাংলারও পুজা কমিটিগুলোর প্রস্তুতিও চলছে জোরকদমে।

কলকাতার নাকতলা উদয়ন সংঘ এবার তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান এবং পাওলি দামের নামও ঘোষণা করেছে। নায়িকাদের দিয়ে শ্যুট করানো হয়েছে পুজার থিমও।

গতবার নাকতলা উদয়নের প্রচারের মুখ ছিলেন শ্রীনন্দা শঙ্কর। তার আগেরবার ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুজা কমিটির পক্ষ থেকে বাপ্পাদিত্য দাশগুপ্ত জানালেন, প্রত্যেকবার তারা পুজার থিম অনুযায়ী ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাছাই করেন। এবারের থিমের মতো করেই নুসরাত আর পাওলির লুক তৈরি করা হয়েছে।

১৯৫০ সালে ক্লাবের প্রতিষ্ঠা হলেও, পুজার বয়স মাত্র ২৭ বছর। আর এই ২৭ বছরেই কলকাতার দর্শকদের মাঝে স্থান করে নিয়েছে উদয়ন সঙ্ঘ। ২০০৫ থেকেই পুরনো ধাঁচের পুজা মণ্ডপের জায়গায় স্থান করে নেয় থিম পুজার ভাবনা। পাশাপাশি পূজা প্রাঙ্গনে 'পুজোর আড্ডা'য় থাকে ঘরোয়া পরিবেশের ছোঁয়া।

৫ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে