সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫৪:২৪

শাকিব-বুবলীর চমক

শাকিব-বুবলীর চমক

বিনোদন : সুপারস্টার শাকিব খান ও নবাগতা শবনম বুবলি অভিনীত ‘বসগিরি’ ছবির নতুন একটি প্রকাশ পেয়েছে রোববার রাতে। গানটির শিরোনাম ‘দিল দিল দিল’। চমৎকার কথা মালায় সাজানো এই গানের শাকিব-বুবলির নাচ রীতিমত চমকে দিয়েছে সবাইকে।

‘দিল দিল দিল’ গানে দ্বৈত ভাবে কণ্ঠ দিয়েছেন ইমরান-কনা। গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব-বুবলি। বলিউডের আদিল শেখের কোরিওগ্রাফিতে ‘দিল দিল দিল’ গানটি নির্মিত হয়েছে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে। রোমান্টিক ধাঁচের এই গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর অনেকেই প্রশংসা করেছেন।

‘দিল দিল দিল’ গানটি দেখে গোলাম রাব্বি দেওয়ান নামে একজন মন্তব্য করেছেন, ‘চমৎকার লেগেছে শাকিব-বুবলীর এই গানটি দেখে। চলচ্চিত্রে যে পরিবর্তন এসেছে এই ধারা অব্যাহত থাকুক। আমরা চাই বাংলাদেশি চলচ্চিত্র আরো উন্নত হোক। ধন্যবাদ।’

শেখ সালমান লিখেছেন, ‘শাকিব-বুবলি কি দেখালো? বিশ্বাসই হচ্ছে না, গানটি এতভালো লেগেছে যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। জাস্ট অসাম।’

রাকিব আল হাসান নামের লিখেছে, ‘শাকিবের ক্যারিয়ারের সেরা গানের মধ্যে একটি এটি। আর নতুন হিসেবে বুবলীর সঙ্গে কারো তুলনা করবো না। আমাদের ইন্ডাস্ট্রির অনেক পুরাতন নায়িকাও এতভালো নাচেনি। নতুন এই জুটির জন্য শুভকামনা।’

এছাড়া গানটি প্রকাশের পর থেকে আরো শতাধিক প্রশংসা মূলক মন্তব্য দেখা গেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে। শামিম আহমেদ রনি পরিচালিত সদ্য আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়া ‘বসগিরি’ ছবিটি নানা কারণে রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবিতে শাকিব বুবলি ছাড়াও অভিনয় করেছেন মাজনুন মিজান, অমিত হাসান, রজতাভ দত্ত প্রমুখ। -জাগো নিউজ
০৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে