বিনোদন ডেস্ক : চমক ও প্রচার টানার লক্ষ্যে তিনি ‘স্বচ্ছ ভারত’ অভিযানে যোগ দেননি বলে জানালেন সালমান খান। ৪৯ বছরের বলিউড তারকা এই অভিযানে প্রতি মাসে তার ১০০ জন ফলোয়ারকে মনোনীত করার ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন টুইটারে।
এই অভিযানে তার ব্যক্তিগত অবদান সম্পর্কে জানতে চাওয়া হলে সালমান বলেছেন, ‘আমি এ ব্যাপারে উদ্যোগী হয়েছি। আমি অভিযানে সামিল হয়েছি। আপনি কি টুইটারে আমাকে ফলো করেন? আমার ওই অভিযান কিন্তু ফটো তোলার জন্য নয়। আমরা অভিযানে সামিল হওয়ার জন্য ১০০ জনকে মনোনীত করেছি। কাজের বিচারে তাদের মধ্যে ১১ জনকে বিশেষ উপহার দেওয়া হয়েছে। এটা শুধু শুরু, দেখুন আগামী দিনে কী হয়..’।
উল্লেখ্য, স্বচ্ছ ভারত অভিযানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সালমানকে মনোনীত করেছিলেন। সালমান কারজাতে সাফাইয়ের কাজেও নেমেছিলেন। সেই সময় ঝাড়ু হাতে দেখা গিয়েছিল তাকে।
৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি