বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:১৬:৫৩

সঞ্জয়ের প্রথম স্ত্রীর আবেগঘন শেষ চিঠি, কী আছে তাতে ?

সঞ্জয়ের প্রথম স্ত্রীর আবেগঘন শেষ চিঠি, কী আছে তাতে ?

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত ১৯৮৭ সালে অভিনেত্রী রিচা শর্মার সঙ্গে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আশির দশকে নেশাগ্রস্ত হয়ে পড়েলে সঞ্জয়কে বের হয়ে আসতে স্ত্রী রিচার অনেক অবদান ছিল।

রিচা-সঞ্জয়ের বিয়ের এক বছরের মাথায় জন্ম হয় কন্যা ত্রিশলার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস- কারণ বিয়ের দুই বছরের মাথায় রিচার ব্রেইন টিউমার ধরা পড়ে। অনেক চেষ্টা করেও রিচাকে বাঁচাতে পারেনি সঞ্জয়। ১৯৯৬ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিচা।

তারপর কেটে গেছে অনেকটা সময়। মেয়েকে বুকে আগলে রেখে বড় করেছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি সঞ্জয়ের কন্যা ত্রিশলা তার মায়ের লেখা শেষ চিঠি প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ত্রিশলা কিছুদিন আগে খুঁজে পেয়েছেন তার মায়ের লিখে যাওয়া একটি নোট। মৃত্যুর আগে এটিই রিচার লেখা শেষ চিঠি বলে জানিয়েছেন ত্রিশলা। সম্প্রতি এই চিঠি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।

মৃত্যুশয্যায় রিচা তার চিঠিতে লিখেছেন- ‘আমরা প্রত্যেকেই নিজের নিজের পথে নিজের নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাই। আমিও তেমনটাই এগোচ্ছিলাম। কিন্তু দেখা যাচ্ছে- আমার পথটি একটি কানাগলি মাত্র। কীভাবে আমি ফিরে যাব?  আমি কি আরো একটি সুযোগ পাব?  তা সময়ই বলবে। আমি দীর্ঘ সময় অপেক্ষা করতে প্রস্তুত রয়েছি। কারণ মনের গভীরে আমার এই বিশ্বাস রয়েছে যে, আমাকে কেউ একা ফেলে চলে যাবে না। এখনও আমি হতাশ নই। আমি জানি, আমার হিতকারী দেবদূত আমাকে আমার স্বপ্নের কাছে পৌঁছে দেবে। আমার স্বপ্নেরা স্নেহময় আলিঙ্গনে আমাকে জড়িয়ে ধরবে।’

বেঁচে থাকার প্রবল ইচ্ছে ছিল রিচা শর্মার। মানসিকভাবেও ছিলেন অনেক শক্ত। পরিবারের প্রতি তার আনুগত্যও ছিল। তা প্রকাশিত এ চিঠি থেকে স্পষ্ট। মায়ের লেখা এ চিঠি প্রসঙ্গে ত্রিশলা লিখেছেন, ‘এতদিনে বুঝতে পারলাম- ভালো লিখতে পারার যে সহজাত দক্ষতা আমার মধ্যে রয়েছে, তা আসলে আমার মায়ের সূত্রে পাওয়া।’
০৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে