বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাইয়ের সাথে বলিউড ভাইজানের প্রেম ছিলো যা ছিলো দিনের আলোর মতোই স্পষ্ট। আবার তাদের মধ্যকার বিচ্ছেদটাও প্রকাশ্যে।
ওই সময়টাতে সালমান খান ও ঐশ্বরিয়ার প্রেম বেশ চর্চিত ছিল। কিন্তু পরবর্তী সময়ে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর পেরিয়ে গেছে এক দশকের বেশি সময়।
এর মধ্যে অভিষেক বচ্চনকে বিয়ে করে আরাধ্যর মা হয়েছেন ঐশ্বরিয়া রাই। বিয়ে-সংসার-সন্তানের জন্য দীর্ঘ পাঁচ বছর বলিউড থেকে দূরে ছিলেন। সম্প্রতি আবারও তিনি বলিউডে ফিরছেন জাজবা সিনেমাটির মাধ্যমে।
ঐশ্বরিয়া ব্যক্তিগত জীবনে সংসার, স্বামী, সন্তান নিয়ে এগিয়ে গেলেও, মনে হচ্ছে সালমান এখনো রয়ে গেছেন তাদের সেই পুরোনো সময়েই। অন্যথায় কেন ইদানীং ঐশ্বরিয়াকে নিয়ে নস্টালজিক হয়ে পড়ছেন সালমান? সাবেক প্রেমিকাকে কী এখনো ভুলতে পারেননি তিনি?
কেননা সম্প্রতি সালমান তার আপকামিং সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’র ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে ফের নস্টালজিক হয়ে যান। অনুষ্ঠানে তিনি হঠাৎই বলে ওঠেন, তার এই আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমার পোস্টার খারাপ হয়নি, তবে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সানম’ সিনেমাটির পোস্টারটি ছিল অসাধারণ।
কী বলছেন, সেটা প্রথমে বুঝে উঠতে পারেননি, তাই ‘হাম দিল দে চুকে সানম’র পোস্টারের কথা বলার পর পরই নিজেকে সামলে নেন সালমান। জানান, প্রেম রতন ধন পায়ো-র পোস্টারটিও বেশ ভালো।
প্রসঙ্গত, হাম দিল দে চুকে সানম সিনেমাটিতে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করেছিলেন সালমান। সে সময়ে সালমান-ঐশ্বরিয়া রোমান্সের সম্পর্কে ছিলেন। রোমান্টিক জুটির রোমান্স ধরা পড়েছিল সিনেমাটির মধ্যেও।
‘প্রেম রতন ধন পায়ো’র ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানের কিছুদিন আগে ‘বিগ বস’ অনুষ্ঠানের প্রমোশনেও ঐশ্বরিয়াকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ইমোশনাল হয়ে পড়েছিলেন সালমান। অনুষ্ঠানে এক সাংবাদিক সালমান খানের কাছে জানতে চান, ‘তার রিয়েলিটি শোতে জাজবা সিনেমাটির প্রমোশনের জন্য ঐশ্বরিয়া কী আসবেন?’
এ প্রশ্নের পরিপ্রেক্ষিতে ওই সাংবাদিককে সালমান বলেন, ‘কী ইমোশনাল প্রশ্নটাই না করলেন আপনি!’ এরপরই সালমান দ্রুত মাইক রেখে দেন।
এমনকি সংবাদ সম্মেলনের শেষে গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে যান তিনি। অনেকে আবার কান পেতে শুনেছেন সেই গানের কলি। বলিউডে গুঞ্জন, সে গান ছিল ‘আতে যাতে যো মিল তা হ্যায় তুমসা লাগতা নেহি’ (যার সঙ্গেই দেখা হোক না কেন, তোমার মতো কাউকে মনে হয় না )।
অনেকেই বলাবলি করছেন, ঐশ্বরিয়ার কথা ভেবেই কী এ গান গাইছিলেন সালমান? যতই হোক পুরোনো প্রেম বলে কথা!
০৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন