বিনোদন ডেস্ক: এক মাস আগে গুলশান হামলা নিয়ে ছবি করার ঘোষণা দেন কলকাতার পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। এবার একই ঘটনা নিয়ে ছবি করার ঘোষণা দিল জাজ মাল্টিমিডিয়া।
এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘হৃদয়বিদারক এই ঘটনা বিশ্বের কাছে তুলে ধরা উচিত। আমি গল্প লেখার কথা বলেছি। অভিনয়ের জন্য পরীমনিকে প্রস্তাব দিয়েছি।
নতুন বছরের শুরুতে ছবিটির শুটিং করতে চাই। আশা করি, সত্য ঘটনা অবলম্বনে ছবিটি দেখে সবার বিবেক জাগ্রত হবে। তবে এই ছবিতে পরীমনি অভিনয় করবেন কি না তা নিশ্চিত হওয়া যায় নি।
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস