শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৩৮:৩৫

সানি লিওনই একমাত্র বলিউড ডিভা, যিনি এটা করতে পেরেছেন!

সানি লিওনই একমাত্র বলিউড ডিভা, যিনি এটা করতে পেরেছেন!

বিনোদন ডেস্ক: এবার আমেরিকায় গিয়ে যা করে দেখালেন সানি লিওন তা আর বলিউডের কোন তারকা দেখাতে পারেনি। সানি লিওনই একমাত্র বলিউড ডিভা যিনি নিউ ইয়র্ক ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটলেন।

এর আগে এই 'সৌভাগ্য' আর কোনও বলিউড ডিভা পাননি। যারা মিস করেছেন তাঁদের জন্য সানি নিজেই একটা ভিডিও টুইট করেছেন যেখানে ফ্যাশন ডিজাইনার অর্চনার তৈরি পোশাকে তিনি র‍্যাম্প মাতাচ্ছেন।

ফ্যাশন ডিজাইনার অর্চনার তৈরি পোশাকে পরে এর আগেও র‍্যাম্প মাতিয়েছিলেন সানি লিওন। তবে নিউ ইয়র্কে এটাই প্রথমবার।
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে