শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৪৬:১৪

রাহুল দ্রাবিড়ের জীবনে কে এই বলিউড নায়িকা? জেনে নিন আসল ঘটনা

রাহুল দ্রাবিড়ের জীবনে কে এই বলিউড নায়িকা? জেনে নিন আসল ঘটনা

বিনোদন ডেস্ক : ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীর প্রেম নতুন কোনো ব্যাপার নয়। শর্মিলা ঠাকুর ও নবাব পতৌদির প্রেম তো সেই কোন যুগের। ইদানীং কালে বিরাট কোহলির সঙ্গে অানুশকা শর্মার সম্পর্ক চলছে। কবে তারা বিবাহসূত্রে আবদ্ধ হতে চলেছেন, তা নিয়ে জল্পনা চলছে দেশে। যুবরাজ সিংহ চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম মাসে বিয়ে করবেন হ্যাজেল কিচকে। এই খবর এখন দিনের আলোর মতো পরিষ্কার। অঞ্জু মাহেন্দ্রর সঙ্গে স্যার গ্যারি সোবার্সের ‘গসিপ’ আজো আলোচিত হয় সর্বত্র। স্যার ভিভিয়ান রিচার্ডস ও নীনা গুপ্তার প্রেম নিয়ে আজো কালি খরচ হয় সংবাদপত্রে।

একটা সময় ছিল যখন রাহুল দ্রাবিড়ের সঙ্গে রবিনা ট্যান্ডনের সম্পর্ক নিয়ে উত্তাল হত বলিউড। একসময়ে যা আলোচিত হত, জল্পনা হিসেবে চর্চিত হত, সেটাই পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে। সময়ের স্রোতে এখন প্রমাণিত হয়েছে রাহুল দ্রাবিড় ও রবিনার সম্পর্ক নিয়ে যে জল্পনা একসময়ে তোলপাড় করেছিল ক্রিকেট ও সিনেমামহলে, তা মোটেও সত্যি নয়। তা নিছকই জল্পনা মাত্র।

অনেক বড় বড় তারকাদেরকে একসময়ে রাহুল দ্রাবিড় নিয়ে প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছিল। আর তার জবাবে রবিনার তো প্রায় আকাশ থেকে মাটিতে পড়ার জোগাড় হয়েছিল। রবিনা প্রশ্ন শুনেই বলেছিলেন, ‘ঈশ্বরের দোহাই। আমার সঙ্গে রাহুলের কোনোকালেই যোগাযোগ ছিল না। ও যদি আমার বন্ধু হত, তাহলে একটা কথা ছিল। আমি তো রাহুলকে ভাল করে চিনিই না। রাহুলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তবে এই ধরনের কথাবার্তায় আমি খুবই আপসেট।’

প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। কোনো সময়ে কি রবিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল রাহুল দ্রাবিড়ের? রবিনা বলছেন, ‘একটা অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছিল। হাই, হ্যাল্লো বলেছিলাম। একা একা রাহুলের সঙ্গে আমি কোনোদিনই দেখা করিনি। আমি তো ভাল করে চিনতামই না রাহুলকে। গোবিন্দা, সুনীল শেট্টি, সালমান খান আমার বন্ধু। রাহুল দ্রাবিড় কখনোই আমার বন্ধুর তালিকায় ছিল না।’

একদা যে সম্পর্ক নিয়ে সবাই কৌতূহলী হয়ে পড়েছিলেন, তা আজ মিথ্যা। রাহুল দ্রাবিড় সংসার করছেন নিজের মতো। রবিনাও রয়েছেন নিজের জগতে।-এবেলা
০৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে