শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১০:১৬:২৩

আবার বিয়ে করবেন মণীষা?

আবার বিয়ে করবেন মণীষা?

বিনোদন ডেস্ক: মণীষা কৈরালা। দিল সে, খামোশি : দা মিউজ়িক্যাল, মান ছবির মতো আরও অনেক ছবি উপহার দিয়েছেন তিনি। তারপর হঠাৎই অভিনয় জগৎ থেকে সরে যান মণীষা।

তাঁকে যুদ্ধ করতে হয়েছে ক্যানসারের সঙ্গেও। শোনা যাচ্ছে, আবার অভিনয় কামব্যাক করতে চলেছেন মণীষা। ছবির নাম মৌলালি। পরিচালনা করছেন পারমিতা সেনগুপ্ত।

এক সাক্ষাৎকারে মণীষা জানিয়েছেন, অসাধারণ স্ক্রিপ্ট। ছবিটি মূলত নাটক, কমেডি ও প্রতিশোধকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এই ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন পারমিতা। তাই ছবিটি রীতিমতো একটা চ্যালেঞ্জ মণীষার কাছে। বেশ অনেক বছর বাদে আবার ছবি করছেন তিনি। তাই ছবি নিয়ে কোনও চান্স নিতে চান না।

কামব্যাক ছবির পাশাপাশি সন্তান দত্তক নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। মণীষার পরিবার রয়েছে নেপালে। কাজ থেকে বাড়ি ফিরে ফাঁকাবাড়িতে মন বসতে চায় না তাঁর। বাড়ি ফিরে কোনও মানুষের সান্নিধ্য পেতে চান তিনি। তাই সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মণীষা।

২০১০ সালে নেপালি ব্যবসায়ী সম্রাট দহলকে বিয়ে করেন মনিষা। কিন্তু, বিয়ের দু বছর বাদেই ডিভোর্স হয়ে যায় তাঁদের। তখন থেকেই পুনরায় বিয়ের জন্য ইচ্ছাপ্রকাশ করেন। যদি কোনও ভালো মানুষকে পান তাহলে অবশ্যই ভাববেন মণীষা। তবে এই মুহূর্তে সন্তান দত্তক নেওয়ার কথা মাথায় রয়েছে তাঁর।
১০ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে