 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল আজহায় চ্যানেল নাইন-এ তানভীর খানের পরিকল্পনা ও পরিচালনায় পাওয়ার লাউঞ্জ উইথ ভিশন`প্রচার শুরু হয়েছে ঈদের প্রথমদিন থেকে।
পাওয়ার এনার্জি ড্রিংস ও ভিশনের সৌজন্যে ছয় দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় জনপ্রিয় গানগুলোকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে।
এরই মধ্যে দুই পর্বে প্রচারিত হয়েছে জনপ্রিয় সংগীত শিল্পী সুমনা হকের `মায়াবী এই রাতে`, পার্থ বড়ুয়ার `সারাদিন তোমায় ভেবে`, শফি মন্ডলের `কানার হাটবাজার`, বারী সিদ্দিকীর `মাগো মা`, শূন্য ব্যান্ডের জনপ্রিয় গান `মহাজন`, সাব্বিরের গাওয়া হ্যাপি আখন্দের কালজয়ী গান `আবার এলো যে সন্ধ্য`, মেহের আফরোজ শাওনের `আমার আছে জল`সহ বেশকিছু গান।
ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে আজ গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। গাইবেন রন্টি, কোনাল, তপু, ইমরান, রাজু ও শূন্য ব্যান্ড।
`পাওয়ার লাউঞ্জ উইথ ভিশন`এর আজকের পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে আসিফ আকববের `আমার পাগলা ঘোড়া রে` গানটি। গানটি ফিউশন আঙ্গিকে নতুনভাবে পরিবেশন করবেন তিনি।
গানটিতে চমক হিসেবে দেখা যাবে এ সময়ের অন্যতম আলোচিত তরুণ শিল্পী শাহরিয়ার রাফাতকে। রাফাতের সাথে এটাই আসিফ আকববের প্রথম ফিউশন।
চ্যানেল নাইনের ঈদুল আজহার ছয় দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠানটি প্রতিদিন প্রচার হচ্ছে রাত ৯টা ১৫ মিনিটে।  
১৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম