বিনোদন ডেস্ক : সাংবাদিককে থাপ্পড় মেরে নতুন বিতর্কে জড়ালেন ভারতের অভিনেতা ঋষি কাপুর। তার বিরুদ্ধে একাধিক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রাতে মুম্বাইতে। গণেশ বিসর্জনের সময় এক সাংবাদিককে চড় মারেন রণধীর কাপুর। সেখানে ছিলেন ঋষি, রণবীরের মতো কাপুর পরিবারের অন্য সদস্যরাও। রণধীরের পর সাংবাদিকদের ওপর চড়াও হন ঋষিও।
পারিবারিক গণেশ বিসর্জনের জন্য আর কে স্টুডিও থেকে হেঁটে দাদরের শিবাজি পার্কের দিতে যাচ্ছিলেন সবাই। তখন ঋষির সঙ্গে একজন সেলফি তুলতে চাইলে সেই ব্যক্তিকে ঠেলতে ঠেলতে বের করে দেন তিনি। পুরো ঘটনাটির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা গেছে, ওই টেলিভিশন সাংবাদিক রণধীরের দিকে চ্যানেলের বুম বাড়িয়ে দেন। তখনই তাকে কষে চড় মারেন রণধীর। ঋষিও মেজাজ হারিয়ে প্রথমে সেলফি তুলতে চাওয়া এক ব্যক্তিকে ঠেলে বের করে দেন।
পরে দু’জন ফটোগ্রাফার এবং এক সাংবাদিককে চড় মারেন বলে অভিযোগ উঠেছে। যদিও পুরো ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কাপুর পরিবারের কোনো সদস্য মুখ খোলেননি।
১৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম