রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:০২:৩৩

এবার আরএফএলের বিজ্ঞাপনে হিরো আলম

এবার আরএফএলের বিজ্ঞাপনে হিরো আলম

বিনোদন ডেস্ক : সিডি বিক্রেতা হিসেবে তার পথ চলা শুরু। সেটা বেশ আগের ঘটনা। সিডি যখন চলছিল না তখনই মাথায় আসে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার। বগুড়ার এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া গ্রামেই শুরু হয় আলমের ডিশ ব্যবসা। ডিশ ব্যবসায় হাত দিয়ে সফলতা অর্জন করেন। তার মাসে আয় ৭০-৮০ হাজার টাকা। ক্যাসেটে দেখতেন মডেলদের ছবি। সেই থেকে মাথায় ঢোকে মডেল হওয়ার চিন্তা। এক সময় তার স্বপ্ন ছিল নায়ক হবার। কিন্তু এখন মনে হচ্ছে সেই স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছেন হিরু আলম।

বগুড়ার এক অজপাড়াগাঁ থেকে এখন তিনি মেইনস্ট্রিম মিডিয়াতে চলে এসেছেন। অংশ নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এক ব্র্যান্ড আরএফএল এর বিজ্ঞাপনে। হিরো আলম এর সফলতা এক অনন্য উদাহরণ রচনা করল।

নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে ২০০৮ সালেই করে ফেলেন একটা গানের সাথে মডেলিং। সেটাই ছিল শুরু। এরপরে সেসব মাথা থেকে ঝেড়ে ফেলে সংসারে মনোযোগী হন। পাশাপাশি নিজে কিছু মিউজিক ভিডিও করেন। সেগুলো নিজের ক্যাবল চ্যানেলেই প্রচার করেন। গ্রামের মানুষরাও তাকে বাহবা দেয়। আলম উৎসাহ পান।

আলম বলেন, আমার মডেল হওয়ার ইচ্ছে ছিল আগে। যখন সিডি বিক্রি করতাম। আমি জানি না এসব ইচ্ছে পূরণ হয় কি না, তবে লেগে ছিলাম। তাই হয়তো আজ সম্ভব হয়েছে। অনেকে বলে বাজে হয়েছে আমি কান দেই না। অনেকে আবার বলে ভালোই হয়েছে। আমি গ্রামের ছেলে মন যা চায় করি। মানুষের কথায় কান দেয়ার ইচ্ছে নেই আমার।
১৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে