বিনোদন ডেস্ক : অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর স্ত্রী পরিচয় দেওয়া রাজিয়া হাসান বলেছেন তিনি তার বিবাহিত স্ত্রী, এখন চাপে পড়ে মিথ্যা তথ্য দিচ্ছেন সাংবাদিকদের, এক সাথে থাকার সর্ম্পকের কথা টেনে আনছেন।
সোমবার রাজধানীর কলাবাগান থানায় ডিউটি অফিসারে কক্ষে কাঁদতে কাঁদতে রাজিয়া বলেন, কারো না কারোর চাপে বৈরাগী তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করছেন। আমি তার বিবাহিত স্ত্রী। দীর্ঘদিন ধরে আমরা সংসার চালিয়ে আসছি।
আর আগে গণমাধ্যমে নিখোঁজ হওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদকে ‘উদ্দেশ্যমূলক’ এবং রাজিয়া যে স্ত্রী পরিচয়ে এ সংবাদ দিয়েছেন তাকেও স্ত্রী হিসাবে অস্বীকার করেছেন অভিনেতা ফখরুল ইসলাম বৈরাগী।
সোমবার দুপুরে কলাবাগান থানা পুলিশের সহায়তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এসে গণমাধ্যমকর্মীদের কাছে এসব তথ্য জানান এ অভিনেতা।
তবে ওই নারীর (রাজিয়া হাসান) সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে থাকার কথা স্বীকার করে অভিনেতা ফখরুল হাসান বৈরাগী বলেন, ‘আমি নিজের ইচ্ছায়, স্বজ্ঞানে আমার আগের সংসারে চলে এসেছি। রাজিয়া হাসান নামে যে নারী আমার স্ত্রী পরিচয় দিয়ে এই খবর প্রকাশ করেছে সে আমার স্ত্রী নয়। বর্তমানে তার সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না। আমি ধারণা করছি সে আমার ক্ষতি করতে পারে।’
এ অভিনেতা বলেন, ‘গত পরশুদিন আমি শুনি অনলাইনে আমার নিখোঁজের খবর দেয়া হয়েছে। তাই মনে করছি এটার প্রতিবাদ জানানো দরকার। যেহেতু এটি পারিবারিক ব্যাপার তাই আমি কাউকে জানানো দরকার মনে করিনি। আত্মীয়-স্বজনকেও সেভাবে জানাইনি। কাল পত্রিকায়ও দেখলাম আমি নিখোঁজ রয়েছি বলে খবর প্রকাশ হচ্ছে। তাই আমি মনে করলাম এটার সমাপ্তি হওয়া দরকার। আমি নিখোঁজ নই, পরিবারের সঙ্গে আছি।’
এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ‘অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর স্ত্রী রাজিয়া হাসান গত দেড়মাস ধরে তার নিখোঁজ থাকার যে বিষয়টি জানিয়েছেন তা সঠিক নয়। ফখরুল হাসান নিজেই আমাদের জানিয়েছেন তিনি নিজের ছেলের বাসায় ছিলেন। রাজিয়া হাসানও তার স্ত্রী নন।’
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি