বিনোদন ডেস্ক: এক অনন্য উচ্চতায় মোস্তফা সরয়ার ফারুকী। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা)-এর বিচারক হতে যাচ্ছেন।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য অ্যাপসা’র প্যানেলে আমন্ত্রণ পেয়েছেন ফারুকী।
প্যানেলের প্রধান বিচারক হচ্ছেন বুসান চলচ্চিত্র উৎসবের সাবেক চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা কিম ডঙ-হো। তার সাথে থাকছেন বাংলাদেশের ফারুকী, চীনা শিক্ষাবিদ ঝ্যাং জিয়ানমিন, মালয়েশিয়ান চলচ্চিত্রকার ইউ-ওয়েই বিন হাজিসারি, রুশ লেখক-পরিচালক অ্যালেক্সেই পোপোগ্রেবস্কি ও ইরানি অভিনেত্রী নেগার জাভাহেরিয়ান।
রবিবার সকালে বুসানে বিচারকদের নাম ঘোষণার অনুষ্ঠানে কিমের সঙ্গে ছিলেন ফারুকী। পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকায় প্রকাশ করা হবে আগামী ২১ অক্টোবর।
এ প্রসঙ্গে ফারুকী বলেন, যে জুরির আসনে এর আগে আসগার ফারহাদি, শ্যাম বেনেগাল, জাফর পানাহি, শাবানা আজমি, ডেভিড পাটনাম এর মতো ব্যাক্তিরা বসেছেন সে আসনে বসার আমন্ত্রণ আমাকে জানানোয় আমি ঠিক ভীত নাকি আনন্দিত বুঝতে পারছি না ।
গত এক বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সব সেরা ছবি বিচার করতে বসা কঠিন কাজ বলেও উল্লেখ করেন তিনি।
গত বছরের ডিসেম্বরে অ্যাপসার অষ্টম আসরে ফারুকীর আপকামিং ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ ১০০টি প্রজেক্টের মধ্যে পুরস্কৃত চারটি প্রজেক্টে জায়গা করে নেয়। পুরস্কার হিসেবে ফারুকী পান ২৫ হাজার মার্কিন ডলার।
অ্যাপসা ও মোশন পিকচার্সের যৌথ উদ্যোগে প্রতি বছর চারটি নির্মাণাধীন দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও দুটি প্রামাণ্যচিত্রকে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট পুরস্কার দেওয়া হয়।
০৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস