রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০১:৫৫:১১

ক্ষুদ্র সুন্দরী মডেলদের ফ্যাশন শো

ক্ষুদ্র সুন্দরী মডেলদের ফ্যাশন শো

বিনোদন ডেস্ক : ফ্যাশন শো মানেই মডেলদের কারবার। তা কালো হোক আর সাদা হোক। এবার শোতে নতুন মাত্রা যোগ করেছে শুক্রবার প্যারিসের এক ব্যতিক্রমী ব্যতিক্রমী ফ্যাশন শো।

চিরাচরিত লম্বা, দির্ঘাঙ্গী নারীর পরিবর্তে খাটো ও স্থূল নারীদেরকে, যাদেরকে আমরা বামন বলি, মডেল বানিয়ে এ ফ্যাশন শো করা হয় এবং দর্শকদের নিকট এটি দারুণ প্রশংসিত হয়।

নিউইয়র্ক ক্রিয়েটিভ হাউস আয়োজিত এই ফ্যাশন শো-এর মডেল হওয়ার একমাত্র যোগ্যতা হল মডেলের উচ্চতা ১.৩০ মিটার (৪ ফুট ৪ ইঞ্চি‍‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌)‌‌‌‌ এর কম হতে হবে।

আলোচিত ফ্যাশন শোটি ক্রিয়েটিভ হাউস ও ফ্রান্সের একটি অলাভজনক সংস্থা ‘ডোনাস লিউর ইউনি চান্স’ যৌথভাবে আয়োজন করে।

‘বামন ফ্যাশন শো’ এবার নিয়ে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হলো। গত শীতে প্যারিসেই এটি প্রথমবারের মত আয়োজন করা হয়েছিল।

আশা করা হচ্ছে আগামী বছর এই শোটি টোকিওতে অনুষ্ঠিত হবে এবং প্রথমবারের মত এশিয়ান ফ্যাশনিস্টরা এটি উপভোগ করতে পারবেন।

ফ্রান্সের বামন মডেল ইমা বলেন, ‘যেহেতু আমি ফ্যাশন সচেতন তাই এখানে হাঁটতে আমি পছন্দ করি এবং এই শোটি আমাদের ব্যাপারে মানুষের ধারণা পরিবর্তন করবে।’

তিনি আরো বলেন, ‘এই শোটি ডিজাইনারদের ধারণা দিবে কিভাবে আমাদের পোশাক তৈরি করতে হবে।’ সূত্র: এএফপি
০৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে