বিনোদন ডেস্ক: ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ছবি অগ্নি-২ পরিচালনা করেছেন ইখতেখার চৌধুরী ও হিমাংশু। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও কলকাতার ওম। এবার মালয়েশিয়া সেন্সরবোর্ড থেকে কর্তনবিহীন ছাড়পত্র পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার আলোচিত সিনেমা অগ্নি-২। আগামী ৩১ অক্টোবর ও পহেলা নভেম্বর কুয়ালালামপুর জি এস সি এন ইউ সিনেমা হলে মুভিটি দেখানো হবে।
চলতি বছরের আলোচিত ছবিটি বাংলাদেশের পাশাপাশি ১৪ আগষ্ট মুক্তি পেয়েছে ৯টি দেশের পর্দায়। ছবিটি বাংলা, মান্দারিন (চায়নিজ) ও মালয় এই তিনিটি ভাষায় মুক্তি পাচ্ছে।
বাংলাদেশসহ ছবিটি ভারত, চীন, হংকং, মালয়েশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি জানায়, বাংলা থেকে মান্দারিন ও মালয় ভাষায় ডাবিং করা হয়েছে ছবিটি। এছাড়া ইংরেজি সাবটাইটেল থাকবে।
মুক্তির আগেই নানা চমক দেখিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে সিনেমাটি। সর্বশেষ গত মাসে সিনেমাটির ‘ম্যাজিক মামনি’ শিরোনামের গানটি ইউটিউবে প্রদর্শন শুরু হলে প্রথম চার দিনেই রেকর্ড করে। দুই বাংলার ব্যয়বহুল সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।
মালয়েশিয়া আয়োজক বাংলাদেশী প্রযোজক স্বালেহীন স্বপন ও ছালেম নুর জানান মূলত বাংলাদেশী প্রবাসীদের বিনোদনের খোরাক হিসাবে অগ্নি টু মালয়েশিয়ার প্রেক্ষাগৃহে চালানোর ব্যবস্থাপনা করি। আশা করি মুভিটি মালয়েশিয়া প্রবাসীদের ভালো লাগবে।
‘অগ্নি’র মতো ‘অগ্নি-টু’তেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহী। বিপরীতে রয়েছে কলকাতার ওম গ্বোস্বামী। অগ্নির মতো অগ্নি-টুতেও ভিন্ন ধারার অ্যাকশন দৃশ্যে দেখা যাবে মাহীকে। ছবিটিতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী ও টাইগার রবি। এর দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে।
০৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/