বিনোদন ডেস্ক: সঞ্জয় লীলা বানসালির 'বাজিরাও মাস্তানি' সিনেমাটিতে অভিনয়ের সুযোগ ছিল সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের। কিন্তু সেখানে মাস্তানি চরিত্রে অভিনয় না করতে পেরে তার কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন এই তারকা। বানসালির খুব ইচ্ছা ছিল, ছবিটিতে সালমান খান এবং ঐশ্বরিয়া রায়কে নিয়ে আসা। ১৯৯৯ সালে 'হাম দিল দে চুকে সনম' ছবিতে এই দুজনের ব্যাপক সফলতার পরই এ পরিকল্পনা মাথায় আসে সঞ্জয়ের।
এখন বাজিরাও মাস্তানিতে অভিনয় করছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ওই ছবিতে প্রথমে তাকেই ‘মাস্তানি’ চরিত্রটির জন্য এবং সালমানকে ‘বাজিরাও’ এর জন্য ভাবা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা বদলে যায়। তবে আমি তখনই মাস্তানি হতে পারতাম, যদি বাজিরাও হতেন সালমান। তা ছাড়া সালমান না থাকার কারণে বিষয়টি আর এগোয়নি। এ নিয়ে আলোচনা বা চিন্তা-ভাবনার কিছু নেই। প্রতিটা ছবির একটা গন্তব্য আছে এবং সেদিকেই তা এগোতে থাকবে। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।
তিনি বলেছেন, বানশালির পরিচালনায় ‘হাম দিল দে চুকে সানাম’ এবং ‘দেবদাস’ দুটি ছবিই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল। এখনও তাদের মধ্যে একই রকম বন্ধুত্ব রয়েছে, যা কাজের জগত থেকে আলাদা।
অ্যাশ আরো বলেন, ৫ বছর পর সঞ্জয় গুপ্তার 'জাজবা'র মাধ্যমে ফিরে এসেছি আমি। তা ছাড়া বানসালির সঙ্গে ছবি করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমার। আমাদের বোঝাপড়াও বেশ ভালো। আর তা কেবলমাত্র পেশাগত কারণে নয়।
০৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/