বিনোদন ডেস্ক : ভারতের উরি সেনা ঘাটিতে হামলার ঘটনায় প্রতিবেশী দেশ পাকিস্তানের ওপর দেশের মানুষের ক্ষোভ হওয়াই স্বাভাবিক। কিন্তু পাকিস্তানি-শিল্পীদের বয়কর এই সন্ত্রাসের সমাধান হবে না। এমনই মন্তব্য করলেন পরিচালক করণ জোহর। তিনি বলেন, উরিতে সেনা জওয়ানদের মৃত্যুতে তিনিও ভীষণ আঘাত পেয়েছেন। কিন্তু এর সমাধান পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে হতে পারে না।
প্রসঙ্গত, উরি সন্ত্রাসের পরই পাকিস্তানি শিল্পী যেমন ফাওয়াদ খান, মাহিরা খান প্রমুখদের ভারত ছেড়ে চলে দেয়ার হুমকি দেয় এমএনএস। এদিকে করণের আসন্ন ছবি “এ দিল হ্যায় মুশকিল”-এ মুখ্য চরিত্রে রয়েছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। এই দ্বীপাবলীতেই মুক্তি পাবে ছবিটি। এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
করণ এক সাক্ষাৎকারে বলেন, আমি বুঝতে পারছি যে ঘটনা ঘটেছে তাতে রাগ, ক্ষোভ হওয়াই স্বাভাবিক। শহিদদের মৃত্যুতে আমারো হৃদয় বিদীর্ণ হয়েছে। সন্ত্রাসের এই ভয়ঙ্কর অনুভূতি কোনোভাবেই ব্যাখ্যা সম্ভব নয়। কিন্তু এই পরিস্থিতিতে পাক অভিনেতা অভিনেত্রীদের বয়কট করা কোনো সমাধান হতে পারে না। আমি অন্তত এটা বিশ্বাস করি না। প্রতিভা বা শিল্পকে কখনো বয়কট করা যায় না।
করণ আরো বলেন, প্রকাশ্যে এই মন্তব্য করে তিনি বেশ ভীত, অসহায় বোধ করছেন। বলেন, এর প্রভাব হয় তো তাঁর আগামী সিনেমায় পড়তে পারে। যদি তা হয়, ভীষণই দুঃখ পাবেন তিনি।
২৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই