বিনোদন ডেস্ক: বিতর্ক আর সালমান খান যেন একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। ক্রীড়াক্ষেত্রে দেশের গৌরবজনক ইতিহাসকে আরও রঙিন করার জন্য সলমন যা করছেন। খুব বেশিদিন আগেকার কথা নয়। রিও অলিম্পিক্স তখনও শুরুই হয়নি। তার আগে ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারের নাম ভুলে গিয়েছিলেন তিনি। আর তা নিয়ে জোর আলোড়ন তৈরি হয়েছিল গোটা দেশে।
রিও এখন শেষ। দীপা চতুর্থ হয়েছেন। অলিম্পিক্সে ভারতের পারফরম্যান্সও আশাব্যাঞ্জক হয়নি। সিন্ধু, সাক্ষী মালিক ছাড়া সাফল্য পাননি কেউই। দেশকে গর্বিত করার জন্য এবার নেমে পড়েছেন সালমান খান। আবারও তাঁকে স্বমহিমায় দেখা যাবে। দেশের গর্বের ইতিহাস তিনি তুলে ধরবেন সিনেমার পর্দায়।
ইদানীং, বলিউডে খেলাধুলো নিয়ে ছবি করার হিড়িক পড়ে গিয়েছে। এমএস ধোনি, সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিনের জীবন অবলম্বনে ছবি তৈরি হয়েছে। সালমান স্বয়ং কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করেছেন সুলতান ছবিতে। সব কিছু ঠিকঠাক থাকলে এবার ক্রিকেটার সালমানকে দেখা যাবে সিনেমায়।
কবির খান নতুন ছবি করতে চলেছেন যার উপজীব্য ক্রিকেট। কবিরের ছবির বিষয়বস্তু হবে ১৯৮৩-র বিশ্বকাপ জয়। ১৯৮৩-র বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কপিল দেবের ভারত। কবির খানের ছবিতেও দেখা যাবে ভারতের বিশ্বজয়ের সেই কাহিনি।
সালমান এবার ক্রিকেটারের ভূমিকায় ধরা দেবেন কবিরের ছবিতে। কুস্তিগির থেকে ক্রিকেটার। সালমান নিজস্ব মেজাজে আবার।-এবেলা
২৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ