বিনোদন ডেস্ক : বাংলাদেশের গুণি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যাকে বলা যায় আধুনিক নির্মাণের কারগির। যার ছোাঁয়য় নতুনত্ব পেয়েছে বাংলাদেশের নাটক ও সিনেমা। যিনি নাটক, বিজ্ঞাপন ও সিনেমা নির্মাণ করে তার দক্ষতা ও নৈপূণ্যতার স্বাক্ষর রেখেছেন বহু আগেই।
এবার এই গুণি নির্মাতা প্রথমবারের মত বসতে যাচ্ছে বিভিন্ন দেশের গুণি গুণি নির্মাতাদের সাথে বিচারকের আসনে। আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) নবম আসরে তিনি বিচারক হিসেবে উপস্থি থাকবেন।
এবার এই আয়োজনে অন্য দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে বিচারকের আসনে বসছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভ্যারাইটি ম্যাগাজিন এ খবর জানিয়েছে।
ফারুকী এখন আছেন দক্ষিণ কোরিয়ায়। মঙ্গলবার তার ঢাকায় ফেরার কথা। তিনি জানিয়েছেন, ‘আমি কিছুটা নার্ভাস। আবার অনেক বেশি আনন্দিতও। এটা আমার জন্য গৌরবের। অ্যাপসায় বিচারকের আসনে প্রথম বাংলাদেশি হিসেবে আমন্ত্রণ পাওয়ায় আমি সম্মানিত। তবে গত এক বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সব সেরা ছবি বিচার করতে বসা সত্যিই কঠিন কাজ।’
ফারুকী বলেন, ‘সত্যি কথা হলো, যে জুরির আসনে এর আগে আসগার ফারহাদি, শ্যাম বেনেগাল, জাফর পানাহি, শাবানা আজমি, ডেভিড পাটনামের মতো ব্যক্তিরা বসেছেন, আমাকে সে আসনে বসার আমন্ত্রণ জানানোয় আমি ঠিক ভীত নাকি আনন্দিত বুঝতে পারছি না। বাংলাদেশকে এমন একটি বড় জায়গায় প্রতিনিধিত্ব করতে পেরে অবশ্যই ভালো লাগছে।’
এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা ছবিগুলোকে পুরস্কৃত করা হয় অ্যাপসায়। এবারের আয়োজনে ফারুকীর পাশাপাশি বিচারক হিসেবে থাকছেন চীনা শিক্ষাবিদ ঝ্যাং জিয়ামিন, মালয়েশিয়ান চলচ্চিত্রকার ইউ-ওয়েই বিন হাজিসারি, রুশ লেখক, পরিচালক আলেক্সেই পোপোগ্রেব্স্কি ও ইরানি অভিনেত্রী নিগার জাভাহেরিয়ান।
বিচারকদের প্রধান হিসেবে থাকবেন বুসান চলচ্চিত্র উৎসবের সাবেক চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা কিম ডং-হো।
অ্যাপসায় এর আগে ফারুকীর ছবি টেলিভিশন পুরস্কার পেয়েছিল। গত বছর অ্যাপসার অষ্টম আসরে মোস্তফা সরয়ার ফারুকীর আগামী ছবি নো ল্যান্ডস ম্যান' ১০০টি প্রজেক্টের মধ্যে পুরস্কৃত চারটি প্রজেক্টে জায়গা করে নেয়।
০৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন