বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৪৮:৫৮

ফ্যাশন ম্যাগাজিনে হিজাব পরা মডেল, আলোচনায় প্লে বয়

ফ্যাশন ম্যাগাজিনে হিজাব পরা মডেল, আলোচনায় প্লে বয়

বিনোদন ডেস্ক : ম্যাগাজিনের কভার পেজে এবার হিজাব পরা মডেলের ছবি প্রকাশ করল প্লে বয়l বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন প্লে বয়-এ হিজাব পরা মডেলের ছবি দেখে রীতিমত আলোচনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলেl

জানা যাচ্ছে, প্লে বয় ম্যাগাজিনী যার ছবি দেখা যাচ্ছে, তিনি নূর তাগৌরিl কালো রঙের প্যান্ট, সাদা টিশার্ট, সঙ্গে লাদারের জ্যাকেট পরে পোজ দিয়েছেন নূরl কালো প্যান্ট, সাদা টিশার্টের সঙ্গেই নূর মাথায় হিজাব পরে বসে রয়েছেন বলে দেখা যাচ্ছেl

খোলামেলা ছবি প্রকাশে সিদ্ধহস্ত প্লে বয়l এমনকী, ম্যাগাজিনের কভার পেজে মডেলদের খোলামেলা ছবি প্রকাশ, প্লে বয়-এর অন্যতম শিল্পl এবার সেই প্লে বয় ম্যাগাজিনের পাতাতেই হিজাব পরা নূর তাগৌরির ছবি দেখে তাই, চোখ ছানাবড় হয়ে গিয়েছে গোটা বিশ্বেরl

জন্ম লিবিয়ায় হলেও, নূর আমেরিকার একটি সংবাদমাধ্যমের সাংবাদিক হিসেবে কাজ করেনl জীবনধারা বদলে দিয়ে, কীভাবে মানুষের সামনে আসা যায়, এবার নূর-ই দেখালেন সেই পথl হিজাব পরেই একদিন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো টেলিভিশন চ্যানেলে সঞ্চালিকা হতে চান বলেও জানিয়েছেন নূরl

প্রসঙ্গত, প্লে বয়-এর অক্টোবরের সংখ্যায় ওই ছবি দেখা যাবে বলে জানা যাচ্ছেl
২৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে