বিনোদন ডেস্ক : গেলো কুরবানীর ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে মডেল ও উপস্থাপিকা নুসরতা ফারিয়ার প্রথম চলচ্চিত্র ‘আশিকী’। ছবিটি মুক্তির আগের থেকেই ভারত ও বাংলাদেশে বেশ আলোচিত হয়। মুক্তির পর সে আলোচনা আরো বেশি বেগবান হয়। আলোচনায় উঠে আসে ফারিয়া অভিনয়গুণ।
এদিকে ‘আশিকী’ সিনেমার সেট থেকেই ফারিয়া চুক্তিবদ্ধ হন বলিউড মুভি ‘গাওয়া-দ্য উইটনেস’-এ। এখানে তাকে দেখা যাবে বলিউডের কিসার বয় ইমরান হাশমির বিপরীতে।
এদিকে ফারিয়ার প্রথম ছবি ‘আশিকী’ বড় সাফল্যের প্রত্যাশা নিয়ে কোরবানি ঈদে সারা বাংলাদেশে মুক্তি পেয়েছে ১০৫টি প্রেক্ষাগৃহে। প্রতিটি ক্ষেত্রেই ছবিটি দর্শকদের হৃদয় কেড়ে নিতে সক্ষম হয়। অনেকের মতে পুরোপুরি বিনোদন নির্ভর একটি ছবি এটি। যা দেখে দর্শক হতাশ হননি।
অপরদিকে, কেউ কেউ দাবি করছেন ‘আশিকী’ চলচ্চিত্রটি তেলেগু ভাষার ‘ইশক’ ছবির নকল। আবার কেউ বলছেন ছবিটি বাংলাদেশি ‘লাভ স্টেশন’ ছবির কপি। কেউ কেউ বলছেন ছবিটি আপাদমস্তক একটি ভারতীয় বাংলা ছবি। ভাষাটা এপারের মতো বাংলা হলেও এর নির্মাণ, গল্প, সংলাপ, কৃষ্টি-সবকিছুতে ওপারের ছাপটা চোখে লেগেছে। তাই যতোটা সাফল্য আশা করা হয়েছিলো ঠিক ততোটার দেখা পায়নি অঙ্কুশ-ফারিয়ার এ ছবিটি।
পরচিালক ও প্রযোজকের দাবি, ‘আশিকী’ ছবিটি কোনভাবেই কোনো চলচ্চিত্রের নকল নয়। যদি কোনো চলচ্চিত্রের নকল হতো তবে আমরা অবশ্যই কপিরাইট দিতাম। সবাইকে বিষয়টা বলতাম। কারণ, এখন সবকিছুই হাতের নাগালে। আপনি ভারত কেন, যে কোনো দেশের ছবির কপি করুন না কেন, কেউ না কেউ ঠিকই সেটি ধরে ফেলবে। সেখানে এইরকম লুকোচুরি খেলার কোনো মানে নেই।
অনেকের দাবি হলে ব্যবসা করতে পারছে না আশিকী। একথার প্রেক্ষিতে ছবিটি বাম্পারহিট দাবি করে আলিমুল্লাহ খোকন বলেন, ‘ঈদের প্রথম তিন দিনে যশোরের মনিহারে সেল ছিলো সাত লাখ টাকারও বেশি। তাছাড়া সারাদেশের প্রেক্ষাগৃহ থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকার ব্যবসা করেছে আশিকী। এ পর্যন্ত কোন হল মালিক আমাদের কাছে আশিকী নিয়ে কোনোরকম অভিযোগ প্রদান করেনি। অনেকেই নানাভাবে আমাদের পিছনে লেগেছেন। ছবিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। নানা রকমের পরিসংখ্যান দেখাচ্ছেন। আমরা খতিয়ে দেখেছি এসব ঠিক নয়।’
আশিকী যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার অশোক পতি। ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে আছেন কলকাতার অঙ্কুশ হাজরা এবং বিশেষ একটি চরিত্রে রয়েছেন বাংলাদেশের মৌসুমী।
০৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন