শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০২:১৯:২৫

যুদ্ধের প্রভাব বিনোদন জগতেও, পাল্টা বদলা নেয়ার ঘোষণা পাকিস্তানের

যুদ্ধের প্রভাব বিনোদন জগতেও, পাল্টা বদলা নেয়ার ঘোষণা পাকিস্তানের

বিনোদন ডেস্ক : ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে দুই দেশের বিনোদন জগতে। কিছুদিন আগে ভারত থেকে পাকিস্তানি শিল্পীদের ফেরত পাঠানোর কথা বলেছিল ভারত। এবার পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন করবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির হল মালিকরা।
 
করাচির নুপ্লেস ও আট্রিয়াম সিনেমা কর্তৃপক্ষ জানায়, তারা তাদের হলে কোনো ভারতীয় ছবি প্রদর্শন করা হবেনা। বর্তমানে সেখানে অমিতাভ বচ্চন অভিনীত পিঙ্ক ছবি চলছে।
 
নিজেদের ফেসবুক পেজে তারা জানায়, পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে নুপ্লেক্স সিনেমা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো ভারতীয় সিনেমা প্রদর্শন করবে না।
 
অ্যাট্রিয়াম সিনেমাসও তাদের ওয়েবসাইটে একইরকম ঘোষণা দেয়। -ডন।
৩০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে