শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৫৭:১৩

হলিউড অভিনেতা ব্র্যাড পিটের ভুয়া মৃত্যুর খবর ভাইরাল!

হলিউড অভিনেতা ব্র্যাড পিটের ভুয়া মৃত্যুর খবর ভাইরাল!

বিনোদন ডেস্ক : সদ্য স্ত্রী অ্যাঞ্জেলিনার সঙ্গে ডিভোর্স হয়েছে। তার উপর চলছে শিশু নির্যাতনের মামলা। এমন অবস্থায় খবর ছড়ালো তিনি নাকি মারা গেছেন। তিনি অর্থাৎ হলিউড অভিনেতা ব্র্যাড পিট। আর চমকে যাওয়া এই খবরে ধাক্কা খাচ্ছেন পিটের ভক্তরা। ফেসবুক নিউজ ফিডে এই খবর দেখে তড়িঘড়ি তাতে ক্লিক করছেন বিশ্বের অগুণতি পিট-ভক্তরা।

ফেসবুক থেকে ইউজারদের সতর্ক করা হয়েছে, এরকম কোনো খবরে ক্লিক করতে না। কারণ, আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে এর ফলে। আসলে ওয়াল্ড ওয়ার জেড-এর অভিনেতা ব্র্যাড সম্পূর্ণ সুস্থ আছেন। তার মৃত্যুর খবরটি আসলে ভুয়া এবং এর মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করছে হ্যাকাররা।

ব্যাড পিটের মৃত্যুর খবর দেখে তাতে ক্লিক করলেই, হ্যাকারদের কবলে চলে যাচ্ছে ইউজারের FB অ্যাকাউন্ট। তাই এরকম কোনো লিঙ্কে ক্লিক করতে নিষেধ করা হয়েছে ফেসবুকের পক্ষ থেকে।

কিন্তু যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, তাহলে? উপায় হলো সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পালটানো এবং ফেসবুকের ম্যালওয়ার সফটওয়ার দিয়ে সিকিউরিটি স্ক্যান করানোর পরামর্শ দেয়া হয়েছে।

আপনি আবার এমন কোনো লিঙ্কে ক্লিক করেননি তো?

RIP Brad Pitt! Shocking news contains hacking virus

Computer hackers are taking everyone’s interest in Brad Pitt’s personal life these days to make up a death hoax. This hoax will eventually cost the users to lose control over the Facebook account.-টাইমস অফ ইন্ডিয়া
৩০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে