সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০১:৩০:০৩

গুরু জেমসের জন্মদিনে ভক্তদের কাণ্ড

গুরু জেমসের জন্মদিনে ভক্তদের কাণ্ড

বিনোদন ডেস্ক: ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁ জেলায় জন্ম গ্রহণ করেন বাংলাদেশের অন্যতম গায়ক জেমস। নওগাঁয় জন্মগ্রহন করলেও শৈশব কাটে বন্দর নগরী চট্টগ্রামে। সঙ্গীতের নেশায় একসময় আপনজনদের ছাড়েন তিনি। আর তখন থেকেই তার সঙ্গীত জীবন শুরু। তিনি যেমন প্রেমে নন্দিত, তেমনি তার কণ্ঠে মা, বাবা, বাংলাদেশ গানগুলোও দারুণ জনপ্রিয়।

রবিবার জেমসের জন্মদিনে রীতিমত হৈ চৈ পড়ে গিয়েছিল ঢাকায়। সারাদিন রাজধানী জুড়ে প্রতিধ্বনি ছিলো ‘আজ গুরুর জন্মদিন’।

গেল বছর আনুষ্ঠানিকভাবে গঠিত ‌‘জেমস ফ্যান ক্লাব’ এবার একটি ভিন্ন আয়োজন করেছিলো। রোববার সকালে ফার্মগেট বঙ্গবন্ধু চত্বরে (খামার বাড়ি মোড়) এক হয়েছিলেন জেমস ভক্তরা। সেখান থেকে শুরু হয় শোভাযাত্রা। নগর বাউলকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি সজ্জিত ট্রাকে ১২ ফুট দৈর্ঘ্য-প্রস্থের একটি আসল কেকও স্থান পেয়েছিল। রাজধানীর পথে পথে ঘুড়ে ভক্তদের সেই কেক খাইয়েছেন ফ্যান ক্লাবের সদস্যরা।

ভক্তদের এমন ব্যতিক্রমী আয়োজনের পাশাপাশি রোববার বিকেল সাড়ে চারটা থেকে বারিধারায় নিজ স্টুডিওতে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেছেন জেমস। পাগল ভক্তদের বুকে টেনে নিয়েছেন তিনি। ভক্তদের মনের কথা শুনেছে, শুনিয়েছেন নিজের সম্পর্কে নানা কথা। ছবি তুলেছেন ভক্তদের সঙ্গে। স্বপ্ন পুরণ হয়েছে হাজারো ভক্তের গুরুকে কাছে পেয়ে।

অল্প সময়ের জন্য হলেও পাগল ভক্তরা আবেগ আপ্লুত হয়ে পরেন। আর বলেন, ‘গুরু তোমায় সালাম, বেঁচে থাকুন অনন্ততকাল এই বাংলায়। শুভ জন্মদিন গুরু....।’

৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে