সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৪:৩৬:৪০

ক্যামেরা নিয়ে আসেন, আজ সব দেখাবো : নায়লা নাঈম

ক্যামেরা নিয়ে আসেন, আজ সব দেখাবো : নায়লা নাঈম

বিনোদন ডেস্ক : বর্তমানে এখন 'কাস্টিং কাউচ' বিষয় নিয়ে বেশ হইচই শুরু হয়েছে। কোন কোন অভিনেত্রীকে কে কি প্রস্তাব দিয়েছিল সেইসব বিষয় সামনে আসছে।  এরই মাঝে নায়লা নাঈমের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওটি দেখে প্রাথমিকভাবে অনুমান করা যায় যে নায়লাকে কোনো এক ফটোশুটের জন্য চুক্তি করা হয়।  

ফটোশুটে গিয়ে একের পর এক আবদারের কবলে পড়েন। ফটোশুটে তাকে শরীরে অনেকাংশ অনাবৃত করতে বলা হয়।  ফটোশুটের নিয়ম ভেঙে যখন পরিচালক খোলামেলা ফটোশুটের অফার দেওয়া হয় তখনই তিনি ক্ষেপে আগুন হয়ে যান। নায়লাকে বলতে শোনা যায় 'পাইছেন কি আপনারা? মন চাইলে ছবি তুলবেন... আমার কি কোনো প্রাইভেসি নাই? কি দেখতে চান? আমার তো অনেক ছবি আছে সেখানে দেখেছেন।

নায়লা নাঈম সর্বশেষ ক্ষেপে গিয়ে বলেন, আজ সব খুলে দেখাবো, এই ক্যামেরা নিয়ে আসেন।

নায়লা নাঈমের সাথে এ বিষয়ে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।  তিনি বলেন, ভিডিওটার ব্যাপারে আমি মন্তব্য করতে পারছি না। সময় হলে সব জানবেন।  আমাকে তো এসব অফার পেতেই হয়। এগুলোর মুখোমুখি হতেই হয়। তবে এই ঘটনাটি কতটা সত্য, তা নিশ্চিত করতে হলে অপেক্ষা করতে হবে সাতদিন!
৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে