সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৫:২৮:১৫

আগে দেশ, পরে শিল্পী : সালমানকে কটাক্ষ নানা পাটেকরের

আগে দেশ, পরে শিল্পী : সালমানকে কটাক্ষ নানা পাটেকরের

বিনোদন ডেস্ক : আগে দেশ, তারপর শিল্প ও শিল্পী৷ পাকস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে দ্বিধাবিভক্ত বলিউডে এই মন্তব্য করলেন নানা পাটেকর৷ তার বক্তব্য, আড়াই বছর তিনি সেনার সঙ্গে ছিলেন৷ কারগিল যুদ্ধের সময়ও উপস্থিত ছিলেন যুদ্ধক্ষেত্রে৷ তাই তিনি জানেন দেশের আসল হিরো সেনা জওয়ানরাই৷ বাকিরা সবাই নকল বলেও এদিন কটাক্ষ করেন নানা৷

পাকিস্তানের শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে ইতিমধ্যেই সওয়াল করেছেন সালমান খান, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রারা৷ শিল্পী সত্তার দোহাই দিয়ে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তারা৷ বলিউডের অনেকে আবার মন্তব্য করা থেকে নিজেদের বিরত রেখেছেন৷ এমতবস্থায় নানা পাটেকর মনে করেন, বাড়তি কথায় কান না দেওয়াই ভাল৷ আর পাকিস্তানের শিল্পীদের এই পরিস্থিতিতে ভারতে কাজ না করাই মঙ্গল৷

নানা পাটেকরের কাছে সবার আগে দেশ৷ তারপর বাকি সবকিছু৷ দেশের বাইরে আর কাউকে তিনি চেনেন না, চিনতে চানও না৷ বলিউডের এই বর্ষিয়ান অভিনেতার মতে, দেশের কাছে একজন শিল্পী খুবই ক্ষুদ্র৷

৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে