সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৫:৫৩:০৭

সালমানের সঙ্গে কাজ করতে রাজি ঐশ্বরিয়া, তবে শর্ত হলো একটি

সালমানের সঙ্গে কাজ করতে রাজি ঐশ্বরিয়া, তবে শর্ত হলো একটি

বিনোদন ডেস্ক: ১৬ অক্টোবর ফের ছোট পর্দা কাঁপাতে আসছে সালমানের বিগ বস। তার ঠিক ১২ দিন পর ২৮ অক্টোবর বড় পর্দায় আসছে ঐশ্বরিয়ার ধামাকা।
'অ্যায় দিল হ্যায় মুশকিল'। সকলেই মনে করছেন বিগ বসের মঞ্চে হয়তো প্রমোশনে যাবে 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর টিম।

তবে শর্ত হলো একটি। তা’হলো বি-টাউনের গুজব ভাইজানের শো-তে হয়তো দেখা যাবে করণ জোহর আর অানুশকা শর্মাকে। কারণ রণবীরের সঙ্গে সালমনের সম্পর্ক যে খুব একটা মাখোমাখো নয়, তা সকলেরই জানা।

অন্যদিকে ভাইজানের সঙ্গে বচ্চন বহুর সম্পর্কও যে রকম আদায় কাঁচকলায় তাতে জনপ্রিয় এই টিভি শো-তে রণবীর এবং ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

তবে ছোট পর্দা শেয়ার করে বোধহয় ছুঁচো মেরে হাত নোংরা করতে চাইছেন না কেউই। শোনা যাচ্ছে, শিগগিরই নাকি বড় পর্দায় একসঙ্গে মুখ দেখাবেন সালমান খান আর ঐশ্বরিয়া।

সূত্রের খবর, বহুদিনের সম্পর্কের বরফ গলিয়ে এ বার নাকি পুরনো প্রেমিকের সঙ্গে ফের কাজ করতে রাজি হয়েছেন রাই সুন্দরী। শুধু তাই নয়, পুরনো তিক্ততার কথাও নাকি ভুলে যেতে চান তিনি। তবে শর্ত একটাই, ছবির চিত্রনাট্য আর পরিচালনা হতে হবে এক্সট্রা-অর্ডিনারি।

তাহলে কি সত্যিই এবার পর্দায় একসঙ্গে রোম্যান্স করবেন 'হাম দিল দে চুকে সানাম'-এর সেই রোমান্টিক জুটি? উত্তরটা সময়ই বলে দেবে।-আনন্দবাজার পত্রিকা
০৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে