সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৬:০১:২৪

এবার পাক-শিল্পীদের পাশে দাঁড়ালেন মহেশ ভাট!

এবার পাক-শিল্পীদের পাশে দাঁড়ালেন মহেশ ভাট!

বিনোদন ডেস্ক : যুদ্ধ নয়, শান্তি চাই! অতি পরিচিত, বহু ব্যবহারে মরচে ধরা এই চার শব্দ এবার বেরলো মহেশ ভাটের হাত দিয়ে। সলমন খানের পরে তিনিও আর চুপ করে রইলেন না! ভারত-পাকিস্তান সম্পর্কের অবনমন এবং এদেশ থেকে পাক-শিল্পীদের বিতাড়ন নিয়ে মুখ খুললেন! বা বলা যায়, হাত খুলে চিঠি লিখলেন! অতঃপর, সেই চিঠি-সহ নিজের একটি ভাবগম্ভীর মুখ তুলে ধরলেন টুইটারে!

সেই চিঠিতে কী লিখেছেন বলিউডের এই বর্ষীয়ান পরিচালক? 'হে প্রিয় নেতৃবর্গ, কিছু মানুষের সন্ত্রাসের প্রত্যুত্তর দিতে গিয়ে সবার ভবিতব্যে যুদ্ধের মতো শাস্তি লিখো না! আমার মতো অনেক মানুষই যে শান্তিকামী!' বক্তব্য মহেশ ভাটের!

আহা! বক্তব্যটি পড়লে আর মহেশ ভাটের প্রায় অসহায় সেই মুখখানি দেখলে যেন চোখে পানি আসে! মন ভিজে যায়! কিন্তু, এই প্রসঙ্গে তার ট্যুইটের বিরোধিতা করে একজন লিখেছেন,  একটা কথা ভুলে গেলে চলবে না! পাকিস্তানের সঙ্গে যদি ভারতের সব আদান-প্রদানই বন্ধ হয়ে যায়, তবে মহেশ ভাটও কম চাপে পড়বেন না। পাকিস্তানের বীণা মালিক, ভাট-প্রযোজিত ছবি করেই তো বিখ্যাত হলেন! ভাট ভাইদের প্রযোজনা সংস্থা এভাবে কম পাক-সুন্দরীর শরীর তো আর রুপোলি পর্দায় তুলে ধরেননি!

আর একজন লেখেন, এই শান্তির বার্তা মহেশ ভাটের পাক-সুন্দরী আমদানির কৌশল নয় তো? তাছাড়া আরও কারণ রয়েছে! হামারি অধুরি কাহানির নাট্যরূপের টিকিট বিক্রির সময় দাবি করেছিলেন মহেশ ভাট, পাক গজল-গায়ক গুলাম আলি তাতে সুর দেবেন! যা কি না নাটকের সবচেয়ে বড় আকর্ষণ। এখন যদি যুদ্ধের ডঙ্কা বেজে ওঠে, তবে নাটকের কী হবে?

সব মিলিয়ে ভারতের এই বর্তমান পরিস্থিতি মহেশ ভাটের কপালে ভাঁজের সংখ্যা বাড়াচ্ছে! তবে বর্তমান পরিস্থিতিতে বলিউডের বেশ কয়েকজন ভালো বিপদের মধ্য দিয়ে যাচ্ছে!

৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে