মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ১২:০৯:২৯

সালমানের পাশে দাঁড়ালেন সেলিম খান

সালমানের পাশে দাঁড়ালেন সেলিম খান

বিনোদন ডেস্ক: সালমান খানের পাশে দাঁড়ালেন সেলিম খান। পাক শিল্পীদের নিয়ে কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন সালমান। এবার, সেলিম খান টুইটারে বিস্ফোরক মন্তব্য করলেন। বেসরকারি টিভি চ্যানেল টাইমস নাউকে উদ্ধৃত করে সেলিমের টুইটারে আক্রমণ, ‘সৈয়দ, লকভি, মাসুদ আজহারের বদলে এবার টাইমস নাউয়ের জঙ্গি তালিকার এখন জায়গা করে নিয়েছেন করণ জোহর, সালমান খান, মহেশ ভাট ও সীতারাম ইয়েচুরিরা।

সংবাদ মাধ্যম নাকি এখন জঙ্গিদের দোষটা এঁদের ঘাড়ে চাপিয়ে দিতে পারলেই বেঁচে যায়। সালমান, করণ জোহাররা তো তাও সাধারণ মানুষকে আনন্দ দেয়ার কাজ করেন। কিন্তু ওই বিশেষ সংবাদ মাধ্যমটি তো চেঁচিয়ে আর জোর করে সাধারণ মানুষকে বিপথে চালনার চেষ্টা করে।

‘সঙ্গে পরে একটি টুইটে সরাসরি মহেশ ভাট ও সীতারাম ইয়েচুরিকে সাবধান করে দিয়ে তিনি লেখেন, ‘‌ইয়েচুরি সাহেব, শান্তি স্থাপনের চেষ্টা করবেন না, দেশদ্রোহী তকমা লাগতে পারে গায়ে!‌’‌ একই ভাবে সাবধান করে দেন মহেশ ভাটকেও।-আজকাল

০৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে