বিনোদন ডেস্ক: দেশভাগের ইতিহাস, যন্ত্রণাকে এই সময়ে আবার নতুন করে তুলে এনেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়৷ মুক্তির আগেই সে ছবি পেল ভূয়সী প্রশংসা৷ বলিউডের বর্ষিয়ান পরিচালক মহেশ ভাট ‘রাজকাহিনী’কে ভরিয়ে দিলেন প্রশংসায়৷
ট্যুইটারে ছবি সম্পর্কে মুগ্ধতার কথা জানিয়েছেন মহেশ৷ জানিয়েছেন, ‘রাজকাহিনি’র গল্প সকলকেই মুগ্ধ করবে৷কাহিনির বুননে এমন একটা প্যাশন আছে, যা আপনাকে সমূলে নাড়িয়ে দেবে৷’ এ ছবিতে প্রায় প্রত্যেক অভিনেতা, অভিনত্রীই বেরিয়ে এসেছেন তাদের চেনা ইমেজ ছেড়ে৷ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা যাবে সেরকমই এক ছকভাঙা চরিত্রে৷ এ ছবিতে তার চরিত্রের নাম ‘বেগম জান’৷ এযাবৎ তাকে যতরকম ভূমিকায় দেখা গিয়েছে, তার থেকে একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে এই চরিত্রটি৷ পরিচালকের স্বপ্নের চরিত্রে রূপ দিতে নিজেকে ভেঙে গড়েছেন তিনি৷ দর্শকও এ ছবিতে তাকে নতুন করে আবিষ্কার করবে বলেই আশা করা হচ্ছে৷ আর এ চরিত্র নজর কেড়েছে মহেশজিরও৷ বেগম জানকে ভারতীয় সিনেমায় দেখা সবথেকে সাহসী চরিত্র বলে উল্লেখ করেছেন তিনি৷
‘রাজকাহিনী’র ইনিংস শুরু আর কটাদিন পরে৷ তবে তার আগে থেকেই ভাল স্কোর করা শুরু করে দিল টিম রাজকাহিনী৷
০৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/