সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ১১:৫৪:১১

শশী কাপুরের দীর্ঘ ৭৭ বছরের সেরা ছবি

শশী কাপুরের দীর্ঘ ৭৭ বছরের সেরা ছবি

বিনোদন ডেস্ক: আরও একবার সেরা খেতাব পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ছোটদের ছবি’৷ জাগরণ চলচ্চিত্র উৎসবেই লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পেয়েছেন বর্ষিয়ান অভিনেতা শশী কাপুর৷ সেই মঞ্চে সেরা ছবির সম্মান ও সেরা অভিনেতার খেতাব এল ‘ছোটদের ছবি’র ঝুলিতে৷

উচ্চতায় ছোট হলেও তাদের জীবন যে মোটেও ‘ছোট’ কোনও বিষয় নয়, বরং সাধারণ মানুষ যে তাদের জীবনের সুখ-দুঃখগুলো ছুঁতে পারে না তেমন করে, তাইই তুলে ধরেছিলেন পরিচালক৷ মায়ামাখা পরদাতেই তিনি নাগরিক দর্শকের জন্য তুলে রেখেছিলেন অস্বস্তিও৷ আর অসাধারণ অভিনয়ে তা বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন দুলাল সরকার৷ ছবিমুক্তির পর থেকে দেশে ও বিদেশে নানা পুরস্কার এসেছিল এ ছবি এবং দুলাল সরকারের ঝুলিতে৷ আরও একবার জাগরন চলচ্চিত্র হিসেবে সেরার স্বীকৃতি এল৷ সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেল ‘ছোটদের ছবি’৷ সেরা অভিনেতা হলেন দুলাল সরকার৷ সেরা পরিচালকের সম্মান পেয়েছেন আরও এক বাঙালি পরিচালক, সুজিত সরকার৷ ‘পিকু’ ছবির জন্য এ খেতাব পেলেন তিনি৷

এই চলচ্চিত্র উৎসবেই জীবনকৃতি সম্মান দেওয়া হল বর্ষিয়ান অভিনেতা শশী কাপুরকে৷ এ বছরই দাদাসাহেব ফালকে পুরস্কারও পেয়েছেন তিনি৷ তার এই স্বীকৃতিতে খুশি গোটা বলিউড পাড়া৷ ভারতীয় সিনেমার অন্যতম সেরা এই অভিনেতাকে শ্রদ্ধা করেন তার সমসাময়িক থেকে এ প্রজন্মের সকলেই৷ ৭৭ বছরের অভিনেতা এখন খুবই অসুস্থ৷ হুইলচেয়ারে করেই তার চলাফেরা৷ অসুস্থতা সত্ত্বেও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি৷

শশী কাপুরের জীবনকৃতি সম্মানের এই মঞ্চে দাগ রেখে গেল বাংলার ‘ছোটদের ছবি’ও৷
০৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে