বিনোদন ডেস্ক : আজ থেকে এসএ টিভিতে শুরু হচ্ছে ‘ঘাড়ার চাল আড়াই ঘর’ শিরোনামের শতপর্বের ধারাবাহিক নাটক। এটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। আর এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সূর্বণা মুস্তাফা।
বদরুল আনাম সৌদ বলেন, ‘রোমান্টিক ও পারিবারিক কাহিনী নিয়ে এর গল্প আবর্তিত হয়েছে। আশা করি, ধারাবাহিকটি সবার দৃষ্টি আকর্ষণ করবে।'
তিনি আরো জানান, 'ইতোমধ্যে ধারাবাহিকটির বেশ কয়েকটি পর্ব নির্মিত হয়েছে। প্রচারের পাশাপাশি বাকি পর্বগুলোও নির্মাণ করা হবে।’
সুবর্ণা মুস্তাফা বলেন, এই ধারাবাহিকে তিনি দুটি চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্র দুটির নাম হচ্ছে 'রাবু' ও 'নিশাত বেগম'। এর মধ্যে রাবুর মেয়ে 'বেলা' চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি। তাছাড়া ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র 'আকাশ'-এর ভূমিকায় অভিনয় করেছেন শাহাদাত হোসেন। এতে সুবর্ণার অন্য চরিত্রের স্বামীর ভূমিকায় রূপদান করছেন সাজু খাদেম।
এদিকে, ইতিপূর্বে বদরুল আনাম সৌদ 'লাবণ্য প্রভা', 'ডলস হাউস', 'সীমান্ত', 'গ্রন্থিকগণ কহে' শীর্ষক ধারাবাহিকগুলো নির্মাণ করেছেন। তাছাড়া গত ঈদে তার রচিত বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। প্রতিটি নাটকের ক্ষেত্রেই তিনি দারুণ সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন।
০৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন