রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬, ০৪:১৩:৩১

নায়ক যখন বয়ফ্রেন্ড

নায়ক যখন বয়ফ্রেন্ড

বিনোদন ডেস্ক: অবশেষে রিয়েল লাইফ লাভস্টোরি ধরা পড়তে চলেছে রিল লাইফে। স্ক্রিন স্পেস শেয়ার করে নিতে চলেছে দেব-রুক্মীনি। পরিচালক রাজ চক্রবর্তী আগামী ছবি ‘চ্যাম্প’-এ দেখা যাবে টলিপাড়ার এই লাভবার্ডসকে। কলকাতা২৪ এর এক প্রতিবেদনে এই খবর জানা যায়।

অনেক অফার ফিরিয়ে দেওয়ার পর শেষমেশ এই ছবিতে রাজি হয়েছেন রুক্মীনি। তাঁর কথায়, ফাইনালি এই ছবিটা আর না বলতে পারলাম না কারণ দেব আর রাজদা দু’জনেই বলেছিল, এই রোলটার জন্য ওরা আর কাউকে ভাবতেই পারছে না। আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল। ওদের দু’জনের কাছে কৃতজ্ঞ আমি।

সূত্রের খবর যা বলছে বক্সিং নিয়ে তৈরি চিত্রনাট্য। তারমধ্যেই মিশে রয়েছে রোম্যান্স। যে ছবির প্রযোজক স্বয়ং দেব। নিন্দুকেরা বলছেন, রুক্মিনীর রাগ ভাঙাতেই নাকি এমনটা করছেন দেব। আর নই বা কেন! প্রথম প্রযোজিত ছবিতে প্রাক্তন প্রেমিকাকে নিয়েছেন। তাই তার তো প্রাপ্তি কিছু থাকবেই। তাই দেবের সেকেন্ড সিনেমায় আসছেন রুক্মিণী।

তবে জানিয়ে রাখি এখন নিজের সম্পর্কে বন্ধুত্বের মোড়কেই রেখেছেন দুজনে। তাই প্রেমিকা নয় বান্ধবীকে লঞ্চ করছেন দেব।

৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ফিরোজ/এফএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে