বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্রে শিল্পী সংকট দূর করতে আবারো শুরু হতে যাচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’। এই ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় ঢাকাই সিনেমায় মান্না, সোহেল চৌধুরী, দিতি, অমিত হাসান, আমিন খান, মিশা সওদাগরসহ অনেকেই এসেছেন। শুধু তাই নয়, এরা পৌছেছেন শিকড় থেকে শিখর পর্যন্ত।
এ নিয়ে সম্প্রতি পরিচালক সমিতি একটি সভাও করেছেন বলে জানিয়েছেন পচিালক সমিতির মহা-সচিব মুশফিকুর রহমান গুলজার।
মুশফিকুর রহমান গুলজার জানান, ‘বাংলাদেশ চলচ্চিত্রে শিল্পী সংকট। তাই পরিচালক সমিতি এ অনুষ্ঠানটি চালু করার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে কিছুটা শিল্পী সংকট দূর হবে বলে মনে করছি। প্রাথমিক পর্যায়ে আমরা একটা সভা করেছি। এ নিয়ে ১০ অক্টোবর ফাইনাল মিটিং করব। এর পরই আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিব।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন ক্যাটাগরিতে নতুন মুখ নেয়া হবে। এর মাধ্যমে একঝাক নবীন মেধাবী মুখ সিনেমায় উপহার দিতে পারব বলে মনে করছি।`
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে এর আগে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৯০ সালসহ মোট তিনবার নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
০৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন