বিনোদন ডেস্ক: গ্রামের এক সহজ সরল ছেলে খোকা, যে কারণে সবাই তাকে ‘বোকা খোকা’ বলেই ডাকে। তার বোকামির সুযোগ নিয়ে লােকে তাকে রসগোল্লার লোভ দেখায়। সে রসগোল্লা খেতে খুব পছন্দ করে, তাই বোকা খোকা রসগোল্লার প্রেমে পড়ে যায়। এজন্য রসগোল্লা খাওয়ার কথা বলে তাকে দিয়ে যে কোন কাজ করানো যায়।
অন্যদিকে ফটিক নামে এক ছেলে যার মাথায় সব সময় দুষ্টবুদ্ধি কাজ করে। সে খোকাকে রসগোল্লা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই গ্রামের সুন্দরী মেয়ে জবার কাছে একটা ঠিঠি দিতে বলে। কিন্তু সেই চিঠি দিতে গিয়ে বোকা খোকা নানা ভাবে শায়েস্তা হয়।
এদিকে জবা যে বোকা খোকাকে পছন্দ করে সেটা বোকা খোকা বুঝতে পারে না। ফটিক জবাকে বিয়ে করার জন্য নানা ভাবে পায়তারা শুরু করে, এক সময় ফটিক জবার ভাইকে নানা রকম লোভ দেখাতে শুরু করে। সেই লোভে জবার ভাই ফটিককে বিয়ে করতে নানান ভাবে অত্যাচার শুরু করে। জবার ভাই আর ফটিকের নির্মমতায় এক সময় জবা আর বোকা খোকা গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
আসছে ঈদে শামীম জামানের পরিচালনায় এবং জাকির হোসেন উজ্জ্বলের নির্দেশনায় ‘বোকা খোকা’ নাটকে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন শামীম জামান, প্রভা, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরো অনেকে। ঈদের পঞ্চম দিন রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে নাটকটি প্রচার হবে।
১০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/