মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ০৪:৫৩:৩০

একই সঙ্গে চল্লিশ দেশে ঐশ্বরিয়া

একই সঙ্গে চল্লিশ দেশে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : আগামী ৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ঐশ্বরিয়া রাই অভিনীত বহুল প্রতিক্ষিত সিনেমা ‘জজবা’। সিনেমাটি ভারতের পাশাপাশি বিশ্বের চল্লিশটি দেশে মুক্তি দেয়োর সিদ্ধান্ত নিয়েছে ছবিটির নির্মাতা।

এদিকে সঞ্জয় গুপ্তা পরিচালিত ‌এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারো বলিউড সিনেমায় ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাই সিনেমাটি নিয়ে ঐশ্বরিয়া এবং তার ভক্তদের উচ্ছ্বাসটা একটু বেশি।

এক প্রতিবেদনে জানা গেছে যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ফ্র্যান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এর ১০০ হলে মুক্তি পাচ্ছে ‘জজবা’।

এছাড়া সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বস্তানা, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ সিনেমাটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন বলে জানিয়েছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। সব মিলিয়ে বিশ্বের প্রায় ৪০ দেশে মুক্তির সম্ভাবনা রয়েছে সিনেমাটির।

ভারতের পাশাপাশি পাকিস্তানেও সিনেমাটি বেশ বড় পরিসরে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। অসাধারণ চিত্রনাট্য এবং সংলাপ সঙ্গে গুণী অভিনয় শিল্পীদের সমন্বয় সব কিছু মিলিয়ে বিশ্ব জুড়ে সিনেমাটির আগ্রহ বেশ বেড়েছে।

সিনেমার কাহিনিতে দেখা যাবে, একদিকে উকিল, অন্যদিকে মা। এই দুই কর্তব্যের টানাপোড়েনে পড়া অ্যাডভোকেট অনুরাধা ভার্মার চরিত্রে অভিনয় করছেন অ্যাশ। মেয়ের জীবন বাঁচাতে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামীর মামলা লড়তে বাধ্য হতে হয় তাকে। অন্যদিকে, কাজ থেকে বহিষ্কৃত এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন ইরফান খান। সিনেমায় রয়েছেন শাবানা আজমি, জ্যাকি শ্রফও।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ান সিনেমা সেভেন ডেইজ এর সঙ্গে সিনেমাটির কাহিনির মিল রয়েছে। চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে পরিচালক সঞ্জয় গুপ্তার সঙ্গে সিনেমাটির প্রচারণা করেন ঐশ্বরিয়া। আগামী ৯ অক্টোবর মুক্তি পাচ্ছে জাজবা।
০৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে