শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ০৮:০৮:২০

প্রেম থেকে প্রতিবাদ সব বিষয়েই সমান জনপ্রিয় সদ্য নোবেল জয়ী ডিলান

প্রেম থেকে প্রতিবাদ সব বিষয়েই সমান জনপ্রিয় সদ্য নোবেল জয়ী ডিলান

বিনোদন ডেস্ক : ষাটের দশকের গোঁড়ায় মিনেসোটার কফি হাউসগুলিতে গীটার বাজিয়ে গান শুরু করেছিলেন রবার্ট অ্যালেন জিমারম্যান। যত দিন এগিয়েছে ততই তাঁর গান ছড়িয়ে পরেছে দিকে দিকে৷ মিনেসোটা থেকে সিকাগো। ডিট্রয়েট থেকে টরন্টো। এমন কি নিউ ইয়র্কেও৷ তবে তাঁর সহজ সরল গানের ভাষা, কথায় জীবনদর্শন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই আটকে থাকেনি। বিশ্বায়নের অনেক আগেই জিমারম্যান তথা বব ডিলান এক করেছিলেন গোটা বিশ্বকে।

গানের মধ্যে নতুন ছন্দময় ভাব আনার জন্যই বব ডিলানকে নোবেল সাহিত্য পুরষ্কারে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি। সত্যিই তো তাঁর মতো সহজসরল ভাষায় গান জীবনদর্শনের কথা কতজনই বা লিখেছেন? কতজনই বা ভাবতে পেরেছেন নিজের জীবনকে, LIKE A ROLLING STONE অর্থাৎ গড়িয়ে যাওয়া পাথরের মতো? অথবা ‘স্বর্গের দরজায় কড়া নাড়া’ প্রতি নিয়ত বা KNOCK-KNOCK-KNOCK’ON HEAVEN’S DOOR।

অনেকেই বলেন ডিলানের এক একটি গানের ভাষা যেন এক একটা আস্ত উপন্যাস৷ তা সে প্রেমের গান, PRECIOUS ANGEL, UNDER THE SUN হোক বা BROWNSVILLE GIRL৷ অথবা WHILE SOME OF THE QUESTION ARE MORE OPEN-ENDED LIKE বা HOW MANY TIMES CAN A CANNONBALL FLY/ BEFORE THEY’RE FOREVER BANNED? এর মতো প্রতিবাদী গানই হোক৷ সব গানেই এক নতুনত্বের ছোঁয়া দিয়েছেন ডিলান৷

ডিলানের সকল গানের মধ্যে LIKE A ROLLING STONE গানটি একসময় এতটাই জনপ্রিয় হয় যে নিউ ইয়র্ক সহ গোটা দুনিয়ার অধিকাংশ ক্যাফে গুলোতে শোনা যেত সেই গান৷ডিলানের জনপ্রিয়তা এতটাই ছড়িয়ে পরেছিল তাতে ঈর্ষা করতেন তাঁর একসময়ের নিকট বন্ধু তথা অভিভাবক পিট সিগারও৷ একসময় ডিলানের এক রক কনসার্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷পরে জানা যায় এই ঘটনার নেপথ্যে ছিলেন পিট সিগার৷ যদিও এই অভিযোগ কখনোই মানতে চাননি সিগার৷ তবে লোকসঙ্গীত থেকে রক মিউজিকে চলে যাওয়ায় ডিলানের প্রতি যে তাঁর অভিমান হয়েছিল টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সেই কথা স্বীকার করে নিয়েছিলেন তিনি৷

১৯৬৫ সালে ডিলান লিখেছিলেন LIKE A ROLLING STONE ৷ এর প্রায় ৫০ বছর পর হাতে লেখা গানের সেই পাণ্ডুলিপিটির নিলাম হয়৷ যার মূল্য গিয়ে দাঁড়ায় ২মিলিয়ন মার্কিন ডলার৷ আসলে নামটাই যে বব ডিলান। -কলকাতা২৪।
১৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে