শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ০৮:৪২:১৮

হারজিতের শুটিং বন্ধের নেপথ্য কারণ কী?

হারজিতের শুটিং বন্ধের নেপথ্য কারণ কী?

বিনোদন ডেস্ক : বেশ আয়োজন করে একঝাঁক তারকা নিয়ে শুরু হওয়া ‘হারজিৎ’ ছবির শুটিং বন্ধ করে দেয়া হয়েছে। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটির শুটিং প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছিল। দ্বিতীয় ধাপের কাজ শুরুর আগেই শুটিং বন্ধের এ খবর জানা গেল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, মাহিয়া মাহি ও টিভি অভিনেতা সজল।

গত সপ্তাহে ছবিটির দ্বিতীয় লটের শুটিং এফিডিসিতে শুরু হওয়ার কথা থাকলেও এখনও তা হয়নি।

কেন শুটিং হচ্ছে না এ বিষয়ে ছবির পরিচালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এফিডিসির ওই জায়গায় এখন এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের আরেকটি ছবির শুটিংয়ের সেট রেডি করা হয়েছে। ওই ছবির শুটিং শেষ হলেই আমরা হারজিতের শুটিং শুরু করব। তবে এর জন্য কিছু সময় অপেক্ষা করতে হতে পারে আমাদের।’

শুটিং বন্ধের পেছনে পরিচালক এমন যুক্তি দেখালেও সূত্র জানিয়েছে অন্য কথা।

জানা গেছে, ছবিটির গল্প মূলত মাহি আর মৌসুমীকে কেন্দ্র করে। কিন্তু অর্ধেক শুটিংয়ের পর এসে ছবির প্রযোজক নাকি নায়ক সজলের চরিত্রের স্থায়িত্ব আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। এ কারণেই বন্ধ রয়েছে হারজিৎ। তবে এমন বিষয় ছবির নির্বাহী প্রযোজক আলভী আহমেদ গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের কিছুই না । ছবিটি দর্শকদের কথা মাথায় রেখেই নির্মিত হচ্ছে। কাজ যেভাবে চলছে সেভাবেই চলবে। পূর্ব প্রস্তুতির জন্য আপাতত শুটিং বন্ধ রয়েছে।’

তবে হারজিতের প্রযোজক জাহিদ হাসান অভির কথায় পাওয়া গেছে ভিন্ন সুর। তিনি জানিয়েছেন, ছবির চারটি দৃশ্য নিয়ে একটু সমস্যা হয়েছিল। তাই নতুন করেই ওই দৃশ্যের গল্পগুলো সাজানো হচ্ছে।’

তবে গণমাধ্যমের কাছে যে ছবির সংশ্লিষ্টরা কিছু একটা আড়াল করছেন সেটা স্পষ্ট। এ ছবির শুটিং বন্ধ হয়ে যাওয়াতে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছেন মাহি। দ্বিতীয় বিয়ের পর এমনিতেই তার ক্যারিয়ারে ধ্বংস নেমেছে। এর মধ্যে দীর্ঘদিন পর কোনো বাণিজ্যিক ছবিতে কাজের সুযোগ পেয়ে সেটা বন্ধ হয়ে যাওয়া ক্যারিয়ারের জন্য হুমকিই বটে। -যুগান্তর।
১৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে