শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ১২:৪৯:১৭

‘সেনাদের সামনে মশার সমান অভিনেতা সালমান’

‘সেনাদের সামনে মশার সমান অভিনেতা সালমান’

বিনোদন ডেস্ক : কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ছাউনিতে হামলা পরবর্তী সময়ে উত্তপ্ত হয়েছে পাক-ভারত সম্পর্ক। ওই ঘটনার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে বয়কট করার দাবিও করেছিলেন কেউ কেউ। কিন্তু, যুদ্ধের সঙ্গে শিল্প বা শিল্পীদের এক করতে নারাজ ছিলেন বলিউড অভিনেতা সালমান খান। সেই কারণেই ভারতীয় সেনার রোষের মুখে পড়তে হয়েছে এই সুপারস্টারকে।

মেজর সুরেন্দ্র পুনিয়ার মতে, “সেনা জওয়ানদের কাছে একটা মশার সমান হচ্ছে অভিনেতা সলমন খান। ছবিতে এরা হিরো হলেও প্রকৃতপক্ষে এরা একটা বিশাল ‘জিরো’। সিনেমায় দেখানো স্টান্টগুলি সবই নকল থাকে।”

তিনি আরও অভিযোগ করেন, “অভিনেতারা অর্থটাকেই অধিক গুরুত্ব দিয়ে দেখে। অর্থই তাঁদের কাছে সবকিছু। সেই কারণেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সলমনের মতো তারকারা।”

মেজর সুরেন্দ্র পুনিয়া সলমনের এহেন সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, “যে পাক শিল্পীদের পাশে দাঁড়াচ্ছেন তাঁরা উরি হামলার জন্য একবারও সমালোচনা করেনি। কিন্তু পেশোয়ারে স্কুলে সন্ত্রাসবাদী হামলার মতো ঘটনার নিন্দা করেছিল ভারত।”
১৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে