শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ০৯:৩১:২৯

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী এখন মানসিক রোগী

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী এখন মানসিক রোগী

বিনোদন ডেস্ক: টেনেসির একটি রিহ্যাবিলিটেশন সেন্টার হাসপাতালে মানসিক চিকিৎসা নিচ্ছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী সেলেনা গোমেজ। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি।

গত কয়েকদিন ধরেই তিনি এই রিহ্যাবে রয়েছেন। কাজের বাইরে কিছুদিন নিরিবিলিতে সময় কাটাতে চান সেলেনা। তিনি অবশ্য আগস্টের শেষের দিকেই জানিয়ে দিয়েছিলেন, তার ডিপ্রেশন এবং প্যানিক অ্যাটাকের জন্য চিকিৎসার প্রয়োজন। ‘রিভাইভ্যাল’ ওয়ার্ল্ড ট্যুরের ৩৪টা ইভেন্টও বাতিল করে দিয়েছিলেন তিনি।


সেলেনা জানিয়েছিলেন, তিনি লিউপাস রোগে আক্রান্ত। এই রোগে শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা হাইপারঅ্যাক্টিভ হয়ে যায়, সুস্থ টিস্যুও আক্রান্ত হয়। ফলে র‌্যাশ, চেহারায় ফোলাভাব ছাড়াও কিডনি বা ফুসফুসে সমস্যা দেখা দেয়। দীর্ঘস্থায়ী এই অসুখের কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছেন সেলেনা।

তাই কিছুদিনের বিরতি নিয়েছেন। তবে রিহ্যাব থেকে কবে স্টুডিওতে ফিরবেন, সে নিয়ে কিছু জানাননি শিল্পী। শোনা যাচ্ছে, তার বেশ কিছু রেকর্ডিংয়ের কাজও বাকি। পরবর্তী অ্যালবাম সম্পর্কেও আপাতত ভাবছেন না সেলেনা।
১৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে